বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল (Indian Football Team) ব্যস্ত ইন্টার কন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) খেলতে। এই টুর্নামেন্টের শেষ হবার পরেই তারা সাফ কাপের লড়াইয়ে মাঠে নামবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে দাপট দেখিয়ে ২-০ ফলে হারিয়েছিল ভারত। আজ ভারতের ম্যাচে ছিল খাতায় কলমে তাদের চেয়ে অনেক দুর্বল দল ভানুয়াতুর বিরুদ্ধে।
মঙ্গোলিয়াকে হারানোর পর এই ম্যাচেও সহজ জয় ভাবে ভারত এমনটাই আশঙ্কা করেছিলেন ফুটবলপ্রেমীরা? কিন্তু তেমনটা হয়নি। ভারতীয় কোচ ঈগর স্টিম্যাক ইঙ্গিত দিয়েছিলেন যে এই টুর্নামেন্ট শুধুমাত্র যাদের কাছে একটি প্রস্তুতির মঞ্চ এবং তারা এখানে অনেক দুর্বল গোলের বিরুদ্ধে নিজেদের পূর্ণ শক্তি প্রয়োগ করবে না। কিন্তু তাও ভারতের চেয়ে ফিফা ক্রমতালিকা ৬৩ ধাপ পিছিয়ে থাকা একটি দলের বিরুদ্ধে জয় পেতে আজ যেভাবে ঘাম ঝরাতে হয়েছে সেই নিয়ে সন্তুষ্ট নন সমর্থকরা।
আজ ম্যাচের ৮০ মিনিটে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে করা গোল থেকে জয় নিশ্চিত করে ভারত। ভারতে এই ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলেই মাঠে নামবে সাফ কাপ খেলতে। সেখানে তারা মুখোমুখি হবে পাকিস্তান, নেপাল, কুয়েতের মতো অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে। সেই টুর্নামেন্টে ভারতীয় দল যেন এমন মধ্যম মানের পারফরম্যান্স না করে সেটাই প্রার্থনা হবে ভক্তদের। যদিও সে টুর্নামেন্টে না আমার আগে ভারতকে তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লেবাননের বিরুদ্ধে এবং ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে মাঠে নামতে হবে।
সুনীল ছেত্রী আজ গোল করা মাত্র সেই বলটি নিজের জার্সির ভেতর পেটের কাছে ঢুকিয়ে স্টেডিয়ামে যে অংশে তার স্ত্রী বসেছিলেন সেই দিকে ছুটে যান। তারপর নিজের স্ত্রীর উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। একই কাজ করেন তার স্ত্রী-ও। সকলেই আশঙ্কা করছেন খুব শীঘ্রই সুনীলের পরিবারে এক ছোট্ট সদস্য আসতে চলেছে।
আজকের করা তার গোলটি ছিল ভারতীয় জার্সিতে তার ৮৬ তম গোল। আর চারটি গোল করতে পারলেই তিনি আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোল সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে উঠে আসবেন। আপাতত এই গোল করে ম্যাচ প্রতি গোলের দিক দিয়ে তিনি মেসি এবং রোনাল্ডো দুজনকে অতিক্রম করে গেছেন। আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোলদাতাদের দিক দিয়ে প্রথম স্থানে থাকার রোনাল্ডো ১৯৮ টি ম্যাচ খেলে গোল করেছেন ১২২ টি। তৃতীয় স্থানে থাকার লিওনেল মেসি ১৭৪ টি ম্যাচ খেলে গোল করেছেন ১০২ টি। আজ সুনীল ছেত্রী নিজের ১৩৫ তম ম্যাচ খেলতে নেমে নিজের ৮৬ তম গোলটি করেছেন।