“মেসি, রোনাল্ডোকে পেছনে ফেলে দেবো”, আত্মবিশ্বাসী মন্তব্য ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ক্লাব ফুটবল মরশুম খুব একটা ভালো কাটেনি। তাকে মূলত একজন পরিবর্ত ফুটবলার হিসেবেই ব্যবহার করেছিলেন বেঙ্গালুরু এফসির কোচ। কিন্তু জাতীয় দলে আমরা যেন একজন অন্য সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) দেখতে পাই। যত দুর্বল প্রতিপক্ষই হোক না কেন এবং ভারতীয় দলে যত তরুণ প্রতিভাই থাক না কেন, ৮০-৯০ শতাংশ সময় সুনীল ছেত্রী গোল ছাড়া ভারতীয় দলের (Indian Football Team) জয় পাওয়া হয়ে ওঠে অসম্ভব।

গত দুই মাসে সাফ কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুই টুর্নামেন্ট মিলিয়ে সুনীল ছেত্রী করেছেন সাত গোল। তার মধ্যে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতকে ফাইনাল জেতানো গোলটিও। এই মুহূর্তে তার আন্তর্জাতিক গোল সংখ্যা ৯২। অবসর না নেওয়া তারকা ফুটবলারদের মধ্যে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি তার থেকে এগিয়ে রয়েছেন আন্তর্জাতিক গোলসংখ্যার দিক দিয়ে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুনীল ছেত্রী এইসব বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে সুনীল এমন একটি কথা বলেছেন জানি ফুটবল ভক্তদের মধ্যে বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানের ভক্তদের মধ্যে অত্যন্ত বেশি রকম জল্পনা হচ্ছে।

সুনীল ছেত্রী বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে মেসি ও রোনাল্ডোর মতো ফুটবলেরদের অত্যন্ত সম্মান করি। তারা কিংবদন্তি। কিন্তু প্রশ্নটা যদি হয় নিজের দেশে যা শেখায় মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার, তাহলে সেই প্রশ্নে আমি তাদেরকেও পেছনে ফেলে দিতে পারি।” অর্থাৎ সুনীল ক্ষেত্রে বোঝাতে চেয়েছেন দেশের হয়ে তিনি মেসি বা রোনাল্ডোর চেয়ে কোনও অংশে কম আবেগী নন।

sunil mahesh football

তবে এই মন্তব্যের অপব্যাখ্যা অনেকেই করছেন। কেউ কেউ বলতে চেয়েছেন যে সুনীল বোধ হয় এখন নিজেকে মেসির বা রোনাল্ডোর থেকেও এগিয়ে রাখছেন। কিন্তু তারা এই মন্তব্যের আসল অর্থই বোঝেননি। আপাতত সুনীল ছেত্রীর নেতৃত্বে ভারতীয় দল এশিয়ান চ্যাম্পিয়নশিপ ভালো পারফরম‍্যান্স করার লক্ষ্যে। তারপর সুনীল ছেত্রী হয়তো জাতীয় দলের হয়ে ফুটবলকে বিদায় জানাতেও পারেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর