কোহলি নন, এই ভারতীয় তারকা বর্তমানে বিশ্বসেরা! একসঙ্গে স্বীকার করলেন সৌরভ এবং গাভাস্কর

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলের (IPL 2023) শুরুটা খারাপ হলেও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এক সময় পরপর হারতে থাকা দলটি টানা কিছু ম্যাচ জিতে এখন আইপিএলের পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে এসে পৌঁছেছে। এর পেছনে একটা বড় কারণ রয়েছে এবং সেটা হল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সময় মতো ফর্মে ফেরা।

তারকা ভারতীয় আগ্রাসী ক্রিকেটার গত কয়েকমাস নিজের পরিচিত ছন্দের ধারে কাছে ছিলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে মিচেল স্টার্কের সামনে তাকে অসহায় ভাবে বারবার আত্মসমর্পণ করতে দেখা গিয়েছে। আইপিএলের শুরুর দিকেও তাকে অত্যন্ত খারাপ ফর্মে দেখা যাচ্ছিল। কিন্তু বর্তমানে তিনি আবার স্বমহিমায় ফিরেছেন।

surya

শেষ কিছু দিনে মুম্বাই যখন যখন রান তাড়া করেছে সূর্যকুমার যাদবের ব্যাট জ্বলে উঠেছে। মুম্বাইয়ের শেষ চারটি চেজে ১২১ বল খেলে তিনি ২৬১ রান করেছেন। ওই চারটি ম্যাচে তিনি অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছেন এবং দল তিনটি ক্ষেত্রে জয় পেয়েছে। এই মুহূর্তে তিনি যেমন ছন্দে রয়েছেন সেই ফ্রম বজায় থাকলে মুম্বাইয়ের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে।

গতকাল আরসিবির বিরুদ্ধে ম্যাচ জিতানো ৮৩ রান করার পর তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট বলেছেন, “নিঃসন্দেহে সূর্যকুমার যাদবই এখন পৃথিবীর সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। তিনি যেমনভাবে ব্যাটিং করেন তা দেখে মনে হয় কেউ যেন কম্পিউটারে ব্যাট করছে।”

কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কারও প্রশংসা করেছেন তার। গাভাস্কার বলেছেন, “সূর্যকুমার বোলারদের নিয়ে ছেলে খেলা করছে! ওর ব্যাটিং দেখে মনে হচ্ছে যেন গলি ক্রিকেট খেলছে। পরিশ্রম ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ও আগের থেকে আরও অনেক বেশি উন্নতি করেছে।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর