বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতীয় দল দুর্দান্ত ফর্মে রয়েছে। ওপেনিংয়ে রোহিত শর্মা পুরোপুরি না হলেও কিছুটা ছন্দ ফিরে পেয়েছেন। সুস্থ হয়ে উঠছেন লোকেশ রাহুল। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের ফর্মও স্বস্তি দেওয়ার মতো। বল হাতে চাহাল, বুমরা, ভুবনেশ্বর, শামিরা দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। সব মিলিয়ে ভারতীয় দলকে ঘিরে একটা স্বস্তির পরিবেশ বিরাজ করছে।
<span;>কিন্তু বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় দলে অস্বস্তির শেষ নেই। একটা ব্যাপার পরিস্কার হয়ে গিয়েছে, যা হলো অফফর্মে থাকলেও তাকে এক ঝটকায় ছেঁটে ফেলছেন না নির্বাচকরা। কিন্তু নিজের ওপর রাখা ভরসার মান রাখতে পারছেন না কোহলি। এই ইংল্যান্ড সফরে মোট ৬ ইনিংস ব্যাট করে বিরাট মাত্র ৭৬ রান করতে পেরেছেন। কোনও ফরম্যাটেই নিজের পরিচিত ছন্দে পাওয়া যায়নি তাকে।
<span;>এই অবস্থায় কোহলির উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় তারকা সুনীল গাভাস্কার। কোহলির ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, “আমি যদি ওর সাথে ২০ মিনিট কথা বলতে পারি তাহলেই আমি ওকে বলে দিতে পারবো যে ও কোথায় ভুল করছে। হয়তো ওর আমার পরামর্শ কাজেই লাগবে।”
<span;>সুনীল গাভাস্কার আরও বলেছেন, “আমি ভারতের হয়ে ওপেন করেছি দীর্ঘদিন। বিরাটের এখন যে লাইনে সমস্যা হচ্ছে, আমারও সেই লাইন নিয়ে সমস্যা ছিল একসময়। ও যেহেতু এখন রানের মধ্যে নেই, তাই একই ভুল বারবার করে ফেলছে। ও এমন বলে শট খেলতে যাচ্ছে যেটা ও হয়তো স্বাভাবিক অবস্থায় খেলবে না। একই ভুল বারবার করে যাচ্ছে বিরাট। কিন্তু কিছু পরামর্শ পেলে হয়তো ও এটা কাটিয়ে উঠতে পারবে।