“ও তো একজন অলরাউন্ডার হয়ে গেছে”, লোকেশ রাহুলের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সুনীল গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের মাটিতে প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দল বিশ্রী ভাবে হারের সম্মুখীন হয়েছে। প্রথম ম্যাচে ভারত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। মাত্র ১৮৬ রান তুলে অলআউট হয়ে গিয়েছিল গোটা ভারতীয় ব্যাটিং লাইন আপ। এরপর ১৩৬ রানের মধ্যে বাংলাদেশের ৯টি উইকেট ফেলে দিলেও উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান ৫১ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ম্যাচ বার করে দেয়।

ভারতীয় দলে একমাত্র ব্যতিক্রমী পারফর্মার ছিলেন লোকেশ রাহুল। মিরপুরের কঠিন উইকেটে দুর্দান্ত ব্যাটিং করে ৭০ বলে ৭৩ রান করে ভারত কিছুটা টেনেছিলেন তিনি। রিশভ পন্থ এই সিরিজ থেকে বাদ পড়ায় তাকে উইকেট কিপিংও করতে হচ্ছে এবং রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ওপেন করায় তিনি ব্যাট করছেন পাঁচ নম্বরে।

লোকেশ রাহুলের এই পারফরম্যান্সের পর তার প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। কিংবদন্তি ক্রিকেটার, লোকেশ রাহুলের
উচ্ছসিত প্রশংসা করে তিনি বলেছেন যে রাহুলের উপস্থিতি এইরকম পর্যায়ে দলের ব্যাটিং গভীরতা বাড়িয়ে দিচ্ছে এবং ভারত এখন চাইলে একজন অতিরিক্ত বোলারও খেলাতে পারবে তার জন্য।

KL rahul

এই নিয়ে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সাম্প্রতিককালে আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি বলে হয়তো অনেকে ভুলে গিয়েছেন, কিন্তু আগেও আমি এই পজিশনে ব্যাটিং করেছি এবং দলের প্রয়োজনে আমাকে কিপিংও করতে হয়েছিল। দলের তরফ থেকে আমাকে এবার আগেই জানিয়ে রাখা হয়েছিল যে আমার ভূমিকাটা কি হবে এবং সেই অনুযায়ী আমি প্রস্তুত ছিলাম। দল আমার কাছ থেকে যেমনটা চাইবে ঠিক তেমনটাই করতে আমি প্রস্তুত।”

সুনীল গাভাস্কার রাহুলের ওয়ার্কলোড প্রসঙ্গে বলেছেন, “ও ভারতীয় দলে এইমুহূর্তে একজন অলরাউন্ডারের মতো। কিপিং ও করছে দলের প্রয়োজনে ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার, যে কোন জায়গায় ব্যাটিং করছে। ভারতীয় দল এই রকম ভাবে প্রস্তুতি নিলে তাদের বিশ্বকাপের আগে ব্যাটিং গভীরতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর