ক্রিকেট ছেড়ে BJP-এর হাত ধরে রাজনীতির আঙিনায় সুনীল গাভাস্কার? বাড়ছে জল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এবার কি তবে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার? সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যার থেকে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আরএসএস প্রধান মোহন ভাগবত কর্তৃক সুনীল গাভাস্কারকে ডক্টরেট সম্মানে সম্মানিত করা হয়েছে। ব্যাঙ্গালোরের শ্রী সত্য ইউনিভার্সিটিতে সুনীল গাভাস্কার সহ আরও ছয়জনকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে।

<span;>মাত্র তিনদিন আগে নিজের জন্মদিন পালন করেছেন গাভাস্কার। তিনি ক্রিকেটের মাঠ ছেড়েছেন আজ থেকে প্রায় ৩৫ বছর আগে। তারপর থেকে ধারাভাষ্য, ক্রিকেট বিষয়ক কলম লেখা, বিশেষজ্ঞ ইত্যাদি নানান কাজের মধ্যে দিয়ে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটে তার অবদানের কথা মাথায় রেখে তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে।

<span;>এই প্রথমবার আরএসএস এর তরফ থেকে প্রাক্তন ভারতীয় কিংবদন্তিকে বিশ্বের সম্মানে সম্মানিত করা হয়েছে। এই সম্মান পেয়ে খুব স্বাভাবিকভাবেই আপ্লুত সুনীল গাভাস্কার। নিজের আনন্দ প্রকাশ করে তিনি সকলকে জানিয়েছেন যে এই সম্মান তাকে আগামীতে আরও ভালো কাজ করতে এবং নতুন পথের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

<span;>আরএসএস প্রধানের সঙ্গে প্রাক্তন ভারতীয় কিংবদন্তির ছবি দেখে এবং নতুন দিশার কথা বলার পর থেকে সুনীল গাভাস্কারের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এই সম্ভাবনার কথা নিজের মুখে কিছুই বলেননি সুনীল গাভাস্কার। তারমধ্যে মোহন ভাগবতের সুনীল গাভাস্কারের প্রতিভার প্রকাশ করে তার দীর্ঘায়ু এবং সুস্থ শরীর কামনা করার ঘটনা এই সম্পর্কে আরও বাড়িয়ে তুলেছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর