বারবার ব্যর্থ ধোনি, এবার ধোনির ব্যাটিং প্রসঙ্গে মুখ খুলে সমাধানের টেকনিক বলে দিলেন গাভাস্কার

বাংলা হান্ট ডেস্কঃ তেরো তম আইপিএলে সংযুক্ত আরব আমিরশাহী থেকে শূন্য হাতেই ফিরতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। এমনকি গত বছরই প্রথম এমন হল যে চেন্নাই সুপার কিংস সেমিফাইনালেও উঠতে পারেনি। গতবছর পাঁচ নম্বরে আইপিএল শেষ করেছিল ধোনির দল। গত বছর যেখানে শেষ করেছিল এই বছর সেখান থেকেই শুরু করল চেন্নাই। আইপিএলের প্রথম ম্যাচে হার দিয়ে আইপিএল 2021 অভিযান শুরু করলো চেন্নাই সুপার কিংস।

দল হারার সঙ্গে সঙ্গে ব্যাট হাতে চূড়ান্ত অসফল ধোনি নিজেও। গতকাল শূন্য রানে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান ধোনি। তারপর থেকে ধোনি এবং ধোনির বয়স্ক দল নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। এই দিন চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপে সাত নম্বরে ব্যাটিং করতে আসেন ধোনি। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যেখানে ধোনি এখনও পর্যন্ত চেন্নাইয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান সেখানে কিভাবে ধোনি সাত নম্বরে ব্যাটিং করতে এলেন এই নিয়ে প্রশ্ন করেছেন অনেক চেন্নাই সমর্থক।

dhonikevinpietersen 1200x768 1

এবার এই বিষয়ে মুখ খুললেন কিংবদন্তি প্রাপ্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার। ধোনির ব্যাটিং প্রসঙ্গ নিয়ে গাভাস্কার বলেন, “আমার মনে হয় ধোনি অনেক নিচে ব্যাটিং করতে আসছে। এটা কখনই উচিত নয়। ধোনির আরও উপরের দিকে ব্যাটিং করতে আসা উচিত সেই সঙ্গে দলের ব্যাটিং লাইনআপ নতুন করে সাজানো উচিত। গাভাস্কারের মতে ধোনির পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসা উচিত।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর