রাহুলের কোচিং এবং রোহিতের অধিনায়কত্ব নিয়ে বড় বয়ান দিলেন ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কথামত নিজের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। সেই সূত্র ধরে ইতিমধ্যেই নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিযুক্ত করেছে বিসিসিআই। একইসঙ্গে বদল এসেছে অধিনায়কত্বেও, বিরাট কোহলির জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই রোহিত-রাহুল জুটির কার্যকাল শুরু হচ্ছে। এবার রাহুল দ্রাবিড়ের কোচিং এবং রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে বড় বয়ান দিলেন ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার।

রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে খুবই আশাবাদী গাভাস্কার। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “তিনি যখন খেলতেন, আমরা ভাবতাম রাহুল দ্রাবিড় যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ ভারতীয় ব্যাটিং নিরাপদ ও শক্তিশালী। সে কারণে আমি বিশ্বাস করি যে তিনি একইভাবে প্রধান কোচের নতুন দায়িত্ব সামলাতে সক্ষম হবেন।”

একই সঙ্গে রোহিত শর্মার অধিনায়কত্ব এবং রাহুল-রোহিত জুটির প্রসঙ্গেও নিজের মতামত রেখেছেন তিনি। তার মতে, রাহুল এবং রোহিতের মানসিকতা একই রকম তারা দুজনেই শান্ত প্রকৃতির। তাই তাদের জুটি আগামী দিনে ভারতের জন্য অত্যন্ত কার্যকর হয়ে উঠবে। গাভাস্কারের মতে, দুজনের স্বভাব একইরকম হওয়ার কারণে তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেই রাহুল দ্রাবিড় কোচিংয়ে আসায় তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রোহিত শর্মা। তিনি স্পষ্টতই জানিয়েছিলেন তার কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে ভারতীয় দলের।

Sunil Gavaskar 1

এদিন গাভাস্কার বলেন, “আপনি যদি তাদের দুজনের স্বভাব দেখেন তবে তারা একই রকম। রোহিতও রাহুল দ্রাবিড়ের মতো শান্ত প্রকৃতির। তাই তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো হবে কারণ দুজনেই একে অপরকে খুব ভালো করে চেনেন।” অর্থাৎ সুনীল গাভাস্কারের মতে সুপারহিট হতে চলেছে রাহুল রোহিত জুটি। ভারতীয় সর্মথকরা অবশ্যই চাইবেন তারি অনুমান অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হোক।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর