বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই সবাইকে অবাক করে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিরাট টেস্ট ফরম্যাটে একজন অসাধারণ অধিনায়ক। ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জেতার রেকর্ড রয়েছে তার নামেই। এখন সবার মনেই প্রশ্ন উঠছে তার জায়গায় কে হবেন নতুন অধিনায়ক। যিনি ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক সুনীল গাভাস্কার রোহিত শর্মা ও লোকেশ রাহুল-কে বাদ দিয়ে একজন ক্রিকেটারের মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার সম্ভাবনা দেখতে পেয়েছেন।
রিশভ পন্থকে টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চানসুনীল গাভাস্কার। গাভাস্কার বলেছেন যে তিনি ২৪ বছর বয়সী পন্থের খেলায় মুগ্ধ। তিনি বলেন, মনসুর আলি খানকেও যদি অল্প বয়সে অধিনায়ক করা যায়, তাহলে পন্থকেও অধিনায়ক করা যেতে পারে। অধিনায়কত্ব পেলেই দায়িত্ববোধ বাড়বে ভারতীয় উইকেটরক্ষকের, এমনটাই মনে করেন গাভাস্কার।
এমন উদাহরণেরও অভাব নেই। রিকি পন্টিং অধিনায়কত্ব ছাড়ার পর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। এরপর তার ব্যাটিংয়েও ব্যাপক উন্নতি হয়। গত কয়েক বছরে, পন্থ ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ উইনার হিসাবে আবির্ভূত হয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি বড় ক্রিকেট খেলিয়ে দেশের বিরুদ্ধে রান করেছেন তিনি। সেটা গাব্বায় ৮৯ রানের ইনিংসই হোক বা সাম্প্রতিক কেপটাউনের শতরান। সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন পান্ত।
ব্যাট হাতে পন্থ অত্যন্ত আগ্রাসী ক্রিকেটার। বর্তমানে তিনি ভারতীয় দলের এক নম্বর উইকেটরক্ষক ব্যাটসম্যান। পন্থকে উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলারদের নির্দেশ দিতেও দেখা যায়। এমতাবস্থায় বিরাট কোহলির পর অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার হিসাবে তাকেই দেখছেন গাভাস্কার।