এই বোলারের সময় শেষ, জাতীয় দলে প্রত্যাবর্তন অসম্ভব, মনে করেন সুনীল গাভাস্কার

Published On:

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ২০২২ এবং ২০২৩ মিলিয়ে দুটি বড় আইসিসি ইভেন্টে নামতে হবে ভারতীয় দলকে। তার জন্য ভারতীয় স্কোয়াডের মূল দল গঠনের সময় এসে গিয়েছে। দুটি বিশ্বকাপের মধ্যে, ২০২৩ একদিনের বিশ্বকাপটি ভারতের ঘরের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ভারতের হাতে এই মুহূর্তে এত অপশন যে সঠিক টিম কম্বিনেশন তৈরি করায় সমস্যা। এই অবস্থায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার মনে করেন এক বোলারের কেরিয়ারে প্রায় শেষ।

বুমরা ও শামির পাশাপাশি তৃতীয় পেসার কে হবেন তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং মহম্মদ সিরাজের মধ্যে ওই জায়গাটি নিয়ে প্রতিযোগিতা চলবে। এই অবস্থায় সুনীল গাভাস্কার মনে করেন ৩২ বছর বয়সী ভুবনেশ্বর কুমারের সামনের রাস্তা অত্যন্ত অনিশ্চিত এবং তার বিরতি নেওয়া উচিত বলে মনে করেন।

তিনি বলেছেন “আমার মনে একটা নাম আসে তা হল ভুবনেশ্বর কুমার। আমি তার ভবিষ্যত কি হতে চলেছে তা নিয়ে নিশ্চিত না. তিনি গতি হারিয়ে ফেলেছেন, শুরুতে তার বোলিং যতটা নিখুঁত ছিল যার ফলে তিনি নতুন বলে তো বটেই, তার সাথে শেষ ওভারের দিকেও কার্যকরী বোলিং করতেন। কিন্তু তিনি সেই সময় পেরিয়ে এসেছেন।

গাভাস্কার মনে করেন দীপক চাহারকে আরও সুযোগ দেওয়ার সময় এসেছে। বল হাতে চাহার শুধু সেরা সময়ের ভুবনেশ্বরের বদলি হতে পারেন না, তবে তিনি ভালো ব্যাটিং করতে সক্ষম। তিনি দুটি ওডিআই অর্ধশতরান করেছেন – যার মধ্যে দ্বিতীয়টি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওডিআইতে এসেছে, যেটি প্রায় ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছিল।

X