বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে হওয়া তর্ক বিতর্ক নিয়ে উত্তেজনার বেশ একদিন পরেও পুরো মাত্রায় বজায় রয়েছে। প্রত্যেকেই জানার চেষ্টা করছেন এই ঘটনার পেছনে। কিন্তু পুরো ভিডিওটি যারা নিরপেক্ষভাবে দেখেছেন তারা হয়তো কোনও একজন ক্রিকেটারকে পুরোপুরি দায়ী করতে পারবে না। এর পিছনে অনেকগুলি ঘটনা আছে এবং এর সূত্রপাত যখন প্রথম পর্বের খেলায় আরসিবি (RCB) এবং এলএসজি (LSG) মুখোমুখি হয়েছিল তখন থেকেই হয়েছে।
তবে এই মুহূর্তে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞের কাজ করতে থাকা প্রাক্তন ভারতীয় মহাতারকা সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে হওয়া তর্কাতর্কির বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না। দুজনের সম্পর্কেই এর আগে নানান কারণে সমালোচনার সুর তুলতে দেখা গিয়েছিল তাকে। তবে এখানে সরাসরি কোহলি বা গম্ভীর, কারোরই পক্ষ নেননি তিনি।
তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “আপনি আগ্রাসন দেখাতে চান খুব ভালো কথা মাঠে যতক্ষণ খেলছেন ততক্ষণ আগ্রাসী ক্রিকেট খেলুন কেউ আপনাকে আপত্তি জানাবে না। কিন্তু ম্যাচের পর যেটা হল সেটা গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি দুজনেরই মাথায় রাখা উচিত যে টিভিতে গোটা বিশ্বের মানুষ তাদের দেখেছে। এটা কখনোই ভালো বার্তা নয়।”
তিনি আরও জানিয়েছেন যে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নিয়ে এই ঘটনা আটকানো সম্ভব নয়। তাদের এমন কোনও শাস্তি দিতে হবে যা থেকে তারা ভয় পেয়ে ভবিষ্যতে এমন কাজকর্ম না করেন। নাহলে এমনটা চলতেই থাকবে বলে মনে করেন গাভাস্কার।
অপরদিকে নতুন করে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন আফগান পেসার নবীন উল হক। গতকাল তার সঙ্গে বিরাট কোহলির কথা কাটাকাটি থেকেই এই ঝামেলার উৎপত্তি হয়েছিল। তিনি বলেছেন, “আমি সব সময় ক্রিকেটের অনুগত ছাত্র এবং সম্মান দিতেও জানি। কিন্তু কেউ যখন বলে যে আমরা তার পায়ের নিচেই থাকবো তখন সেটা শুধু আমাকে নয় পুরো দেশের অপমান। আমাকে সম্মান না করা হলে আমি সম্মান করতে পারব না।”