ওয়ার্নের মৃত্যু নিয়ে বিশ্ৰী মন্তব্য সুনীল গাভাস্কারের, হয়েছেন নেটজনতার রোষের শিকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিন বোলার শেন ওয়ার্ন সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেছেন। ৫২ বছর বয়সী কিংবদন্তির প্রয়াণ এখনও মেনে নিতে পারেনি গোটা বিশ্ব। ওয়ার্নের আকস্মিক প্রয়াণে গোটা ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ার্নের হঠাৎ চলে যাওয়ায় শোক প্রকাশ করছেন বিশ্বের অন্যান্য তারকা ক্রিকেটাররা। কিন্তু এরই মধ্যে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ওয়ার্নের হঠাৎ চলে যাওয়া নিয়ে এমন কিছু বলেছেন, যার কারণে তিনি ক্রিকেট ভক্তদের রোষের শিকার হয়েছেন।

সকল কিংবদন্তি ক্রিকেটারদের শোকার্ত বার্তার মধ্যে গাভাস্কারের একটি বক্তব্য তোলপাড় সৃষ্টি করেছে। ওয়ার্নের বিদায় নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় গাভাস্কার বলেন, ‘তিনি সবসময় খোলামেলাভাবে জীবনযাপন করতেন। সব সময় আমাকে জিজ্ঞেস করতেন যে সন্ধ্যাবেলা ব্যস্ত আছি কিনা। না থাকলে একসাথে খাওয়া দাওয়া করার প্রস্তাব দিত। তিনি সর্বদা একজন রাজার মতো জীবনযাপন করতেন এবং হয়তো সেই কারণেই তার হার্ট একটা নির্দিষ্ট সময়ের পর এসব সহ্য করতে পারেনি এবং ফলস্বরূপ তিনি তাড়াতাড়ি মারা গেলেন।”

shane warne ball of the century

শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু হার্ট অ্যাটাকের সময় কিংবদন্তির বয়স ছিল ৫২ বছর। ওয়ার্নের মৃতদেহ তার নিজস্ব ভিলায় পাওয়া গেছে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। পিটিআই জানিয়েছে, মৃত্যুর সময় ওয়ার্ন থাইল্যান্ডে ছিলেন। তার আকস্মিক প্রস্থান পুরো ক্রিকেট বিশ্বের জন্য একটি বড় ধাক্কা।

শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার বলা হয়। অভিজ্ঞ ব্যাটসম্যানরাও তার বোলিংয়ের সামলাতে সমস্যায় পড়তেন। তবে ভারতীয়দের মধ্যে বিশেষ করে সচিন টেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলিদের সামনে তিনি খুব একটা কার্যকর ছিলেন না। টেস্ট ক্রিকেটে তার ঝুলিতে ছিল ৭০৮টি উইকেট। একই সাথে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৩ উইকেট নিয়েছেন। এর বাইরে আইপিএলের প্রথম মরশুমে শিরোপা জিতা অধিনায়কও তিনিই।


Reetabrata Deb

সম্পর্কিত খবর