বাংলাহান্ট ডেস্কঃ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এবার তাঁর এই সিদ্ধান্তের বিষয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল (Sunil Kumar Mandal)। ভূয়সী প্রশংসা করলেন বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে।
এদিন সাংসদ বলেন, ‘বাবুল যখন বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন, তখন আমি বলেছিলাম- রাজনীতি কেন ছাড়বে? আমাদের সঙ্গে এসে কাজ কর। বাবুলকে আমি যতোটা দেখেছি, ওঁ কোন ছলা কলা কৌশলের মধ্যে নেই। খুবই ভালো মানুষ বাবুল সুপ্রিয়’।
তিনি বলেন, ‘যেখানে কোন বিশ্বাস যোগ্যতা আর নেই, একজন অসাংগঠনিক ব্যক্তিত্বের হাতে সব দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে বলা যায়, সেই ব্যক্তির কারণেই সকলে দল ছেড়ে দেবে। আমি তাঁর নাম নিতে পারছি না, নাম করতেই ঘৃণা বোধ হয়। ওই একজনের জন্যই দেখবেন অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবে, আর এমনটা হতে শুধুমাত্র সময়ের অপেক্ষা’।
এই কথার মধ্যে দিয়ে তৃণমূল সাংসদ যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কোণঠাসা করলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়র মধ্যেকার সম্পর্কের তিক্ততা কারোরই অজানা নয়।
একইসঙ্গে বাবুল সুপ্রিয়কে ধন্যবাদ জানিয়ে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল বলেন, ‘সাংগঠনিক দিক থেকে বাবুল সুপ্রিয় আমার সঙ্গে কাজ করবে, এটা জেনে খুবই ভালো লাগছে। বাবুল মানুষের জন্য কাজ করেছে, ওঁর মানুষের সঙ্গে হৃদতার সম্পর্ক রয়েছে। আমি আন্তরিকভাবে ওঁকে অনেক ধন্যবাদ জানাচ্ছি’।