গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে মুখ ঢেকে মুকুলের বাড়িতে সুনীল! উঠছে দলবলদের জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলায় বিজেপির (bjp) জয়ের কান্ডারি হতে দলে দলে তৃণমূল (tmc) কমী সমর্থকরা নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরে। সেই তালিকায় ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মন্ডলও (sunil mondal)। তবে এবার নির্বাচন শেষে, অন্যান্যদের মত তাঁর ব্যবহারেও উঠছে দলবদলের জল্পনা।

ভোট শেষ হতেই বেড়েছে দলের সঙ্গে দূরত্ব। ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সর্বোপরি বিজেপির বিরুদ্ধেও নানা মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি জানিয়েছিলেন, ‘তৃণমূল ছেড়ে প্রথমে আমার বাড়িতে এসে শুভেন্দু বলেছিল, ‘আমরা দাদা-ভাইয়ের মত একসঙ্গে কাজ করব। কিন্তু সেকথা কিছুই মনে রাখেনি শুভেন্দু। শুধু আমার সঙ্গেই নয়, অনেকের সঙ্গেই ও প্রতারণা করেছে। এখন আমার সঙ্গে আর কোন সম্পর্ক নেই’।

1608147931 beng3

বিজেপি দলের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সুনীল মন্ডল বলেন, ‘তৃণমূল ছেড়ে যারা এসেছেন, তাঁদের বিশ্বাস করতে পারে নি বিজেপি। আগে ভেবেছিলাম, সংগঠনিকভাবে বিজেপি একটি বড় দল। কিন্তু সেখানে গিয়ে কিছুই সেভাবে দেখতে পেলাম না। শুধুমাত্র দিল্লী থেকে উড়ে এলেই, নির্বাচনে জয়লাভ করা যায় না’।

দলের বিরুদ্ধে এভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্যের মাঝে দলবদলের জল্পনা আরও উস্কে দিয়ে, এবার দিল্লী গিয়ে মুকুল রায়ের (mukul roy) সঙ্গে দেখা করলেন সুনীল মন্ডল। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং মুকুল রায় একসঙ্গেই দিল্লী পৌঁছান। আর সেখানেই মুকুল রায়ের বাসভবনে রাত ৮ টা নাগাদ পৌঁছান সুনীল মন্ডল।

sunilamandal 1627316425

সেখানেই তাঁদের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে কথা হয়। সকলের নজর এড়িয়ে দিল্লীতে মুকুল রায়ের বাড়িয়ে গিয়ে বৈঠক, তারউপর আবার বেরোনোর সময় মুখে কাপড় চাপা দিয়ে বেরোলেও সংবাদমাধ্যমের কাছে ধরা পড়ে যান তিনি। তবে এই বিষয়ে কিছু না বললেও, তাঁর আচরণে শুভেন্দু ঘনিষ্ঠ সুনীল মন্ডলের দলবলদের জল্পনা আরও বেশি করে উস্কে উঠছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর