প্রবল বৃষ্টির সম্ভাবনা, বুধবার ভিজবে গোটা বাংলা: আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গল- বুধবার থেকেই আবহাওয়ার (weather) প্রকৃতি বদলে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (weather office)। সেইমত মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বেশকিছু এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। বৃষ্টি নামার আগের মুহূর্ত। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ২৮ শে জুলাই এক নিম্নচাপের জেরে বাংলা সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে বাংলার উত্তর এবং দক্ষিণের বেশকিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ch1536472

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা88%
বাতাস10 km/h
মেঘে ঢাকা94%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে কয়েকবার ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

1491462448 heavy rainfallsns1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং-এর বেশকিছু এলাকায় বজ্র বিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বাকি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলার দক্ষিণে আজ সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর