এবার ক্রিকেটের মাঠেও লাল কার্ড! প্রথম শিকার নাইট বোলার সুনীল নারায়ণ, ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রীড়াজগৎ ক্রমশই পরিবর্তনশীল। আজ থেকে পঞ্চাশ বছর আগে যে নিয়মের ব্যবহারে ক্রিকেট বা ফুটবল খেলা হতো, বর্তমানে তাতে অনেক বদলে এসেছে। আর এই বদলের ফলে খেলাগুলি হয়ে উঠছে আরও রোমাঞ্চকর। প্রাথমিকভাবে সমর্থকদের নিয়মগুলি মেনে নিতে অস্বস্তি হয়েছে। কিন্তু কালের নিয়মে দেখা গিয়েছে ওই নিয়মগুলোর জন্য যথেষ্ট উপকৃত হয়েছে খেলাটি।

এবার এমনই একজন নতুন নিয়মের শিকার হলেন সুনীল নারায়ন। এই মুহূর্তে তিনি খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে স্লো ওভার রেটের সমস্যা মেটাতে দুটি বড় পদক্ষেপ নিয়েছে আয়োজনকারী কর্তৃপক্ষ। দেখে নেওয়া যাক সেই নিয়ম দুটি।

◆ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ১৯ ওভার সমাপ্ত না করা যায়, তাহলে বোলিং করতে থাকা দল শেষ ওভারে একজন ক্রিকেটারকে মাঠ থেকে হারাবে লাল কার্ড দেখে। অর্থাৎ তাদের ফিল্ডিং করতে হবে ১০ জনে।

◆ দ্বিতীয়ত ১৯ ওভার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত না করা গেলে শেষ ওভারে মাত্র ২ জন ফিল্ডার রাখা যাবে ৩০ গজ বৃত্তের বাইরে। অর্থাৎ বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল।

আরও পড়ুন: আচমকাই ভারতীয় দলে ধোনির পরিবর্ত খুঁজে পেলো BCCI! রেকর্ড দেখলে মাথা ঘোরাবে

আর এই নিয়মের প্রথম শিকার হয়েছেন সুনীল নারায়ন। সেন্ট কিটসের হয়ে খেলার সময় অধিনায়ক পোলার্ড ১৯ ওভার নির্দিষ্ট সময়ে না শেষ করতে পারায় আম্পায়ার সুনীল নারায়ণকে লাল কার্ড দেখান এবং তাকে মাঠ ছাড়তে হয়। যদিও পোলার্ড এই সিদ্ধান্ত মানতে পারেননি। মাত্র ৩৫ থেকে ৪০ সেকেন্ড দেরি হওয়ার কারণে এটা লঘু পাপে গুরু দণ্ড হয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি।

 

X