বাংলা হান্ট ডেস্ক: গত বুধবার T20 ক্রিকেটে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন সুনীল নারিন (Sunil Narine)। মূলত, এই তারকা মিস্ট্রি স্পিনার প্রতিযোগিতামূলক T20 ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়া তৃতীয় বোলার হিসেবে বিবেচিত হচ্ছেন। বুধবার আবুধাবি নাইট রাইডার্সের হয়ে শারজাহ ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলার সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় নারিন এই কৃতিত্ব অর্জন করেন।
বিরাট কৃতিত্বের অধিকারী হলেন সুনীল নারিন (Sunil Narine):
এদিকে, T20 ক্রিকেটে ৬০০ উইকেট অর্জনকারী দ্বিতীয় স্পিনারও হয়েছেন নারিন। ইন্টারন্যাশনাল লিগ T20-র ম্যাচে নারিন এই অসাধারণ রেকর্ডটি অর্জন করেন। শারজাহ ওয়ারিয়র্সের বিরুদ্ধে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করার সময়ে তিনি ইংল্যান্ডের ব্যাটার টম অ্যাবেলকে আউট করেন।
A Collector’s Item. 😍
600 T20 Wickets for our Legend. 💜 pic.twitter.com/m6Uyuzsihg
— KolkataKnightRiders (@KKRiders) December 4, 2025
নারিনের এই অর্জন T20 ফরম্যাটে অন্যতম সেরা বোলার হিসেবে তাঁকে বিবেচিত করেছে। ওই ম্যাচের পর, আবুধাবি নাইট রাইডার্স নারিনকে ৬০০ নম্বর লেখা একটি বিশেষ জার্সি উপহার দেয়। যা তাঁর অভূতপূর্ব কৃতিত্বকে চিহ্নিত করে।
আরও পড়ুন: দুর্দান্ত রিটার্নের পাশাপাশি পরিবারের জন্য বাড়বে সুরক্ষা! ২ টি দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল LIC
ওই ম্যাচে নারিন দুর্দান্ত বোলিং করেছিলেন। তিনি ৪ ওভারের স্পেলে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নেন। এক্ষেত্রে ইকোনমি রেট ছিল মাত্র ৫.৫০। এমতাবস্থায়, নারিনের দল ৩৯ রানে ম্যাচটি জিতে নেয়। নারিনের বোলিং ওই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে, ৬০০ টি T20 উইকেট নিয়ে সুনীল নারাইন একটি এলিট ক্লাবে যোগ দিয়েছেন। তাঁর আগে মাত্র ২ জন বোলার এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন।
আরও পড়ুন: ১ বছরেই মিলেছে ৮৯৬ শতাংশ রিটার্ন! শেয়ার বাজারে ঝড় তুলছে ৫৫ টাকারও কম দামের এই স্টক
জানিয়ে রাখি যে, নারিন ছাড়াও, রশিদ খান T20-তে ৬৮১ টি উইকেট নিয়েছেন। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন খেলোয়াড় ডোয়াইন ব্রাভোর ৬৩১ উইকেট রয়েছে। বহু বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সুনীল নারিন IPL-এর সবচেয়ে সফল বিদেশি খেলোয়াড়দের একজন। নারিনের এই নতুন কৃতিত্ব IPL ২০২৬-এর আগে তাঁর ফর্ম এবং অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়। যা KKR অনুরাগীদের উৎসাহও বৃদ্ধি করেছে।












