বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের শেষ নেই। নবীন থেকে প্রবীণ, বলিউডে বিভিন্ন নায়করা কখনও না কখনও জড়িয়েছেন বিয়ের বিতর্কে। আর এই তালিকায় শুরুর দিকেই নাম থাকবে গোবিন্দার (Govinda)। অভিনয় জীবনে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন তিনি। উপরন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে এগোচ্ছেন তিনি। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটলেও সম্প্রতি মুখ খুলতে দেখা যায় গোবিন্দা (Govinda) পত্নিকে। আর মুখ খুলেই নিন্দুকদের একহাত নিয়েছেন তিনি।
গোবিন্দা (Govinda) সুনীতার বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড
বলিউডে বিয়ে ভাঙাগড়ার খেলা চলতেই থাকে। তাই কিছুদিন আগে যখন গোবিন্দা (Govinda) এবং সুনীতার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায় তখন মুষড়ে পড়েছিলেন অনেকেই। তবে সম্প্রতি গণেশ চতুর্থীতে বড় চমক দিলেন তারকা দম্পতি। জুটিতে গণপতি পুজোয় হাজির হয়ে নিন্দুকদের সপাটে জবাব দিলেন সুনীতা।
কী বললেন সুনীতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কার্যত হুঙ্কারের সুরে গোবিন্দা (Govinda) পত্নি বলেন, ‘আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে। আমরা তো কত ঘনিষ্ঠ ভাবেই এলাম ক্যামেরার সামনে। আমাদের মধ্যে কিছু হয়ে থাকলে কি এইভাবে আসতে পারতাম!’
আরও পড়ুন : ‘জীবন থাকতে কারোর ভোটাধিকার কাড়তে দেব না’, কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে হুঙ্কার মমতার
নিন্দুকদের যোগ্য জবাব: এখানেই না থেমে সুনীতা আরও বলেন, কেউ তাঁদের আলাদা করতে পারবে না। ভগবান এলেও পারবেন না, শয়তান এলেও না। গোবিন্দা (Govinda) শুধুই তাঁর। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যতক্ষণ না তিনি নিজে মুখ খুলছেন, কেউ যেন কিছু বিশ্বাস না করে।
আরও পড়ুন : গোটা কেনার প্রয়োজন নেই, টুকরো আকারে বাজারে বিকোবে ইলিশ! দাম কমাতে বিশেষ আবেদন সরকারের কাছে
উল্লেখ্য, দীর্ঘ ৩৮ বছরের বৈবাহিক জীবন গোবিন্দা (Govinda) সুনীতার। শোনা যায়, ২০২৪ এর ডিসেম্বরে নাকি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। গোবিন্দার (Govinda) বিরুদ্ধে নাকি গার্হস্থ্য হিংসা এবং প্রতারণার অভিযোগ এনেছিলেন তিনি। তবে এ সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন গোবিন্দা পত্নি। যদিও বিয়ের পরেও বিতর্কে জড়িয়েছেন গোবিন্দা। রানি মুখার্জির সঙ্গে নাম জড়ানোয় তাঁর সংসারেও প্রভাব পড়েছিল বলে শোনা যায়।