বড় খবর: বিতর্কিত জমি থেকে দখলদারি ছেড়ে, সুপ্রিম কোর্ট থেকে অযোধ্যা মামলা তুলে নিলো সুন্নি ওয়াকফ বোর্ড

বাংলা হান্ট ডেস্কঃ সুন্নি ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্ট থেকে অযোধ্যা মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নয়েছে। বোর্ডের চেয়ারম্যান মামলা তুলে নেওয়ার হলফনামা মধ্যস্থতা প্যানেলের সদস্য শ্রীরাম পঞ্চুকে পাঠিয়েছে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলা নিয়ে ৪০ তম দিনের শুনানি শুরু হয়েছে। যদিও সুন্নি ওয়াকফ বোর্ডের তরফ থেকে মামলা তুলে নেওয়ার পর আদালতে এই নিয়ে কোন চর্চা হয়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ স্পষ্ট করে দিয়েছেন যে, আজ বিকেল পাঁচটার মধ্যে শুনানি সম্পন্ন হবে। প্রধান বিচারপতি দুই পক্ষকে অতিরিক্ত কাউকে হস্তক্ষেপের অনুমতি দেবেনা বলে জানিয়েছেন।

gogoi 1068x601

প্রসঙ্গত, আইনজীবী অতিরিক্ত সময় চেয়েছিল, আর সেটা নিয়ে CJI স্পষ্ট বলে দিয়েছেন যে, আজ বিকেল পাঁচটার মধ্যে অযোধ্যা মামলা নিয়ে শুনানি শেষ হবে। একজন আইজীবী এই মামলায় হস্তক্ষেপের আবেদন করেছিলন, CJI সেটিকে খারিজ করে দেন। এরকম ভাবেই সুন্নি ওয়াকফ বোর্ডের মামলা তুলে নেওয়া নিয়ে আদালতে কোন চর্চা হয়নি। শুনানির ৪০ তম দিনে হিন্দু পক্ষের আইনজীবী বৈদ্যনাথন শুনানি শুরু করেন।

এর আগে মঙ্গলবার শুনানির সময় প্রধান বিচারপতি (CJI) রঞ্জন গগৈ ১৬ই অক্টোবর শুনানি সম্পূর্ণ করার সঙ্কেত দিয়েছিলেন। CJI আজকের চর্চায় হিন্দু পক্ষের আইনজীবী বৈদ্যনাথনকে ৪৫ মিনিটের সময় দিয়েছেন। মুসলিম পক্ষকে এক ঘণ্টার সময় দেওয়া হয়েছে। আর এর সাথে ৪৫ মিনিটের চারটি স্লটে বাকি পক্ষদের সময় দেওয়া হয়েছে।

হিন্দু পক্ষের আইনজীবী কে. পরাসরণ বলেন, হিন্দুরা ভারতের বাইরে গিয়ে কোথাও কোন ঐতিহাসিক জিনিষ ধ্বংস করেনি। বরঞ্চ ভারতের বাইরে থেকে মানুষেরা এসে আমাদের দেশে ধ্বংসলীলা চালিয়েছে, আমাদের সম্পত্তি নষ্ট করেছে, এরপরেও আমরা স্বভাব অতিথি দেব ভব পালন করে গেছি। পরাসরণ বলেন, হিন্দুদের বিশ্বাস আর আস্থা হল, সেখানে ভগবান রামের জন্ম হয়েছে, আর মুসলিমরা বলছে, বাবরি মসজিদ তাঁদের জন্য হেরিটেজ প্লেস।

পরাসরণ বলেন, মুসলিম অন্য মসজিদে নামাজ পড়তে পারবে। অয্যোধ্যায় ৫০ থেকে ৬০ টি মসজিদ আছে, কিন্তু হিন্দুদের জন্য এটি ভগবান রামের জন্মস্থান। আমরা ভগবান রামের জন্মস্থান বদলাতে পারবনা। পরাসরণ বলেম হিন্দুরা ভগবান রামের জন্মস্থলের জন্য অনেক বড় লড়াই লড়েছিল। হাজার হাজার বছর ধরে আমরা জানি, ওখানেই ভগবান রামের জন্ম হয়েছিল। আর এর প্রমাণও আছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর