থামছে না গদর ২-র জলওয়া! বাহুবলির রেকর্ড ভেঙে ১০ দিনে ঘরে তুললো এত কোটি টাকা

বাংলা হান্ট ডেস্ক : ১০ দিন পরেও বক্স অফিসে অব্যাহত সানির ‘গদর ২’-এর বিজয়রথ। মুক্তির দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই ৪০০ কোটির দোরগোড়ায় এই ছবি। যে হাতুড়ি দিয়ে পাক সেনাদের টক্কর দিয়েছেন ‘তারা সিং’ কার্যত সেই হাতুড়ি দিয়েই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন সানি দেওল। দিনের পর দিন বেড়েই চলেছে ‘গদর ২’ ম্যাজিক। এমনকি ইতিমধ্যেই হিন্দি বলয়ে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন অভিনেতা।

উল্লেখ্য, দ্বিতীয় রবিবার ৪০ কোটি টাকা কামাইয়ের ফলে দ্বিতীয় সপ্তাহান্তে ‘গদর ২’-র কালেকশন ৯০ কোটির বেঞ্চমার্ক পার করে গেছে। এর আগে কোনও হিন্দি ছবি এই বিপুল অঙ্কের কালেকশন করতে পারেনি। এখনও পর্যন্ত এই রেকর্ড ছিল এস এস রাজামৌলির ‘বাহুবলী ২’ এর ঝুলিতে। এযাবৎ কোনও ছবি এই রেকর্ড কেউ ছুঁতেও পারেনি। আর এবার কার্যত সেই রেকর্ডকেই ভেঙে গুঁড়িয়ে দিলেন তারা-সাকিনা।

   

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, গত রবিবার ‘গদর ২’ এর আয় ছিল প্রায় ৪০ কোটির কাছাকাছি, যা এককথায় অভাবনীয়। প্রথমদিন থেকেই ‘গদর ২’ দেখতে হলে ভিড় করেছিল অগুনতি মানুষ। বলিউড ভিত্তিক মিডিয়া বলছে, প্রথম দিন যে পরিমাণ দর্শক টানা অনেক তারকার কাছে স্বপ্ন, দশম দিনেও তার চেয়ে চারগুণ দর্শক হল ভরালেন ‘গদর ২’ দেখতে।

আরও পড়ুন : হঠাৎ করেই পুরোপুরি ন্যাড়া হয়ে গেলেন সলমন খান! কারণ জেনে ‘থ’ ভাইজান ভক্তরা

ট্রেড অ্যানালিস্টদের ধারণা, মঙ্গলবারই ৪০০ কোটির বেঞ্চমার্ক পার করে যাবে এই ছবি। আয়ের নিরিখে ইতিমধ্যেই সলমনের ‘সুলতান’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘টাইগার জিন্দা হ্যায়’কে পিছনে ফেলে দিয়েছে সানি দেওলের ‘গদর ২’। ভেঙেছে রণবীরের সঞ্জু কিংবা আমিরের পিকে-র রেকর্ডও। ৫০০ কোটির ক্লাব ছোঁয়া তো এখন কেবল সময়ের অপেক্ষা।

এক নজরে দেখে নিন দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর আয়ের পরিসংখ্যান:

১৮ অগস্ট (শুক্রবার): ২০.৫ কোটি

১৯ অগস্ট (শনিবার) : ৩২ কোটি টাকা

২০ অগস্ট (রবিবার) : ৪০ কোটি টাকা (প্রাথমিক রিপোর্ট অনুসারে)

আরও পড়ুন : বাস্তবের তারা সিং আসলে কে জানেন? এই ভারতীয় জওয়ানের কাহিনী চোখে জল এনে দেবে

et00338629 xlyrathmlr landscape

উল্লেখ্য, সানি দেওল এবং আমিশা প্যাটেল উভয়ের কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি হল ‘গদর ২’। এইমুহুর্তে ২০২২ সালের সবচেয়ে বেশি আয়করী ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছবিটি। প্রথমস্থানে রয়েছে শাহরুখের ‘পাঠান’। বিশ্ববাজারে কিং খানের ছবির কালেকশন ছিল ১০০০ কোটিরও বেশি। কেবল ভারতীয় বাজারেই ছবির আয় ছিল ৫৪৩ কোটি। এখন সানির ‘গদর ২’ এই অঙ্ক পার করতে পারে কি না সেটাই দেখার বিষয়‌। আপাতত ‘জওয়ান’ রিলিজ হওয়ার আগে পর্যন্ত ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য অঢেল সুযোগ রয়েছে ‘গদর ২’এর কাছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর