বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সিনেপ্রেমীদের কাছে ‘বর্ডার’ ছবির জনপ্রিয়তাই আলাদা। সানি দেওল (Sunny Deol) অভিনীত ছবিটি মুক্তির পর এত বছর পরেও দর্শকদের মন জয় করে চলেছে। এবার ছবির সিক্যুয়েল ‘বর্ডার ২’ এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সানি। সম্প্রতি ছবিটির গান ‘ঘর কব আওগে’র লঞ্চ অনুষ্ঠানের জন্য জয়সলমেরে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রয়াত বাবা ধর্মেন্দ্রর স্মৃতি স্মরণ করে আবেগঘন হয়ে ওঠেন সানি।
বর্ডার এর স্মৃতি ভাগ করলেন সানি (Sunny Deol)
এদিনের অনুষ্ঠানে সানি বলেন, যেদিন থেকে তিনি ‘বর্ডার’ করেছেন সেদিন থেকেই তিনি সকলের পরিবারের অংশ। ধর্মেন্দ্রর ‘হকিকত’ ছবিটি দেখে তাঁর খুবই ভালো লেগেছিল। তখন তিনি অনেক ছোট। পরে যখন তিনি অভিনেতা হন, তখন সিদ্ধান্ত নেন যে বাবার মতোই এমন একটি বিষয়ের উপরে ছবি তৈরি করবেন।

ছবি নিয়ে কী বললেন অভিনেতা: সানি (Sunny Deol) আরও বলেন, জেপি দত্তা সাহেবের সঙ্গে কথা বলে দুজনে মিলে ঠিক করেন এ বিষয়ে ছবি বানাবেন। বাকিটা ইতিহাস। উল্লেখ্য ১৯৬২ সালের ভারত চিন যুদ্ধের যুদ্ধের ঘটনা নিয়ে তৈরি হয়েছিল ‘হকিকত’। ছবিটি মুক্তি পায় ১৯৬৪ সালে।
আরও পড়ুন : লাভবান হবে ভারতীয় সেনা! এবার ভারত-চিন সীমান্তে ক্লান্তিহীন ভাবে নজর রাখবে ‘ভীষ্ম’
ধর্মেন্দ্রকে দেখেই অনুপ্রাণিত: লাদাখে এক ছোট সেনাদলকে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা গিয়েছিল ছবিতে। ওই ছবিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। এদিন বাবার স্মৃতিচারণ করে আবেগঘন হয়ে পড়েন সানি।
আরও পড়ুন : বন্ধ হতে বসেছে UTS অ্যাপ? শুরু জল্পনা, ট্রেনের মান্থলি টিকিট কাটার জন্য এবার বিকল্প কী?
সদ্য বাবাকে হারিয়েছেন অভিনেতা। এদিন তিনি বলেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। বেশি কিছু বলতে পারছেন না। প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। গত ১ জানুয়ারি মুক্তি পেয়েছে তাঁর শেষ ছবি ‘ইক্কিস’।












