সানি দেওলের ছেলে স্কুলে হেনস্থার শিকার হলো

বাংলা হান্ট ডেস্ক: সানি দেওলকে বেশ কিছু দিন ধরে ঢেকে যাচ্ছে না বড় পর্দায়। কিন্তু এবার বলিউডের এ অভিনেতা পরিচালক হিসেবে ডেবিউ করছেন। সেই ছবিতে তার ছেলে করণ ডেবিউ করবেন।

Screenshot 2019 09 02 12 17 14 392 com.miui .gallery

সম্প্রতি বাবা ও ছেলে দু’জনেই ছবির প্রচারে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন। কিন্তু এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্কুলে হেনস্থা করা হয়েছে তাকে তা নিয়ে একটি বড়সড় পোস্ট দিয়েছেন করণ দেওল। তিনি লিখেছেন,”স্কুলে আমাকে কীভাবে হেনস্থা করা হত। তখন ক্লাস ওয়ানে পড়ি। দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। হঠাৎ দেখি, বয়সে বড় কয়েকজন ছেলে আমাকে ঘিরে ফেলল। সকলের সামনে তাদের মধ্যে একজন আমাকে মাটিতে আছড়ে ফেলে দিল। তার পরে জিজ্ঞেস করতো, তুই তো পাল্টা মারতেও পারিস না। তুই কি আদৌ সানি দেওলের ছেলে? অনেক ক্ষেত্রে শিক্ষকেরাও সুযোগ নিয়েছেন”।

তিনি এও বলেছেন, তবে সব সময় তার মাকে পাশে পেয়েছেন।

সম্পর্কিত খবর