আরও একটি ইতিহাস গড়তে চলেছে সানি দেওলের ছবি! এবার লোকসভায় দেখানো হবে গদর-২

বাংলা হান্ট ডেস্ক : বলিউডের (Bollywood) ইতিহাসে সবচেয়ে বড় হিট ছবি গদর ২ (Gadar 2)। সানি দেওল (Sunny Deol) অভিনীত সেই সিনেমা যেসমস্ত রেকর্ড গড়েছে বাকি কোনো ছবি এখনো তার সামনাসামনি পৌঁছতে পারেনি। কিন্তু দেখে যাচ্ছে ‘গদর ২’ ছবিটিও খুব পিছিয়ে নেই। এবার খবর আসছে যে, ছবিটি নাকি দেখানো হবে নতুন লোকসভা ভবনে!

সানি দেওল (Sunny Deol) এবং আমিশা (Amisha Patel) প্যাটেল অভিনীত ছবিটি কমার্শিয়াল সাফল্যের পর সাংসদ সানি দেওলের ছবি চলবে লোকসভায় (Loksabha)। এক্ষেত্রে প্রযোজক জি স্টুডিওকে অনুরোধ করা হয়েছে ছবিটি লোকসভায় চালানোর জন্য। খবর অনুযায়ী মোট ৫ টি শো চলবে ‘গদর ২’ ছবিটির।

   

আর নতুন লোকসভা ভবন উদ্বোধনের পর এটাই প্রথম কোনো ছবির শো হতে চলেছে। অর্থাৎ চলচ্চিত্র নির্মাতাদের কাছে একেবারে ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে ঘটনাটি। উল্লেখ্য, গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল। তিনি এবং তার সহ সাংসদদের অনুরোধের কারণেই ছবিটি চলবে লোকসভা কক্ষে।

আরও পড়ুন : ময়ূরীকে সত্যি বলতে বাধ্য করল মেঘ, বড় সিদ্ধান্ত নীলের! প্রকাশ্যে ‘ইচ্ছেপুতুল’র ধামাকা পর্ব

এখানে জানিয়ে রাখি, গদর ২ বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে। একেরপর এক রেকর্ড ভেঙ্গে ৪০০ কোটি টাকার ব্লকব্লাস্টার সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। ট্রেন্ড বজায় থাকলে পাঠানের কালেকশন ছাপিয়ে যেতে পারে গদর ২। সারা দেশেই ছবিটি নিয়ে স্পষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন : ‘একটুও ভাল লাগেনি’, মুখ্যমন্ত্রীর থেকে মেয়ের জন্য মরনোত্তর সম্মাননা নিয়ে এ কী বললেন ঐন্দ্রিলার মা?

কালেকশনের কথা বললে দ্বিতীয় সপ্তাহের শেষে অনিল শর্মা পরিচালিত এই ছবির আয় ৪১৯ কোটি টাকা। ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শে র টুইট জানাচ্ছে দ্বিতীয় সপ্তাহে গদর-২ র আয় শুক্রবার ২০.৫০ কোটি, শনিবার ৩১.০৭ কোটি, রবিবার ৩৮.৯০ কোটি, সোমবার ১৩.৫০ কোটি, মঙ্গলবার ১২.১০ কোটি, বুধবার ১০ কোটি এবং বৃহস্পতিবার ৮.৪০ কোটি টাকা। মোট আয় ১৩৪.৪৭ কোটি টাকা।

gadar 2 (1)

উল্লেখ্য, প্রথম সপ্তাহেই ২৮৪.৬৩ কোটি টাকা আয় করে ছবিটি। মাত্র দুই সপ্তাহে ৪১৯.১ কোটি টাকা কালেকশনের পর এবার গদর ২ এগিয়ে যাচ্ছে ৫০০ কোটির এলিট ক্লাবের দিকে। এখানে উল্লেখ্য যে এই বক্স অফিস কালেকশন কিন্তু শুধুমাত্র ভারতীয় বক্স অফিসের। এখনো বাইরের দেশের কালেকশনের রেকর্ড আসা বাকি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর