সন্তানদের নিয়ে চিন্তিত মা সানি লিওন! কারণ শুধুই পাপারাজ্জি?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র থেকে ছোট্ট নিশাকে দত্তক নিয়েছিলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার।সেই থেকে নিশা পরম স্নেহ ভালোবাসায় বেড়ে উঠছে। সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ দেবার চেষ্টা করছে। মেয়ে নিশার এক বছরের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে ডিজনিল্যান্ড যান তারা।পেজ থ্রি জুড়ে কিছুদিন দেখা গেছে সেসব ছবিই।

নিশার পর এসেছে নোয়া এবং তারপর আসে এশা। সানির সংসার বলা যায় স্বামী ও ৩ সন্তান নিয়ে সুখেরই।কিন্তু তার সন্তান নিশা, নোয়া এবং এশারের ওপর পাপরাৎজির অত্যাধিক নজরদারিকে একেবারেই না পসন্দ এই অভিনেত্রীর।সম্প্রতি একটি সাক্ষাতকারে জানান তার সন্তানরা বাইরে বের হন তাদের ওপর বেশি ক্যামেরার ফ্ল্যাশে একেবারে বিব্রত বোধ করেন সানি।

প্রসঙ্গত বর্তমানে অভিনেত্রী দুটি টালিভিশন শো-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। টেলিভিশন শো-এর পাশাপাশি পরবর্তী সিনেমার কাজও শুরু করেছেন এমনই খবর আসছে।তার পরবর্তী পদক্ষেপের জন্য রইল শুভেচ্ছা।

X