আবার নতুন অবতারে সানি লিওনি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্রাপ্তবয়স্ক ছবির নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন সানি লিওন। তবে তার জীবন বদলে দেন বলিউড। বর্তমানে তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম তারকা। সোশ্যাল মিডিয়ায়  তাকে নিয়ে প্রায় চর্চা হয়। তার নামে নতুন খবর হলো পুরোনো অবতারে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের নায়িকা হিসেবে হাজির হচ্ছেন সানি।

সূত্রে খবর জানা যায়, একতা কাপুরের ওয়েব সিরিজ ‘কামসূত্র’তে সানি লিওন অভিনয় করবেন। বাৎস্যায়নের আলোচিত রচনাটি নিয়ে বেশ কয়েকবার সানি ও একতার মধ্যে আলোচনা হয়েছে।

একতার ঘনিষ্ঠদের জানিয়েছেন, ‘কামসূত্র’ নিয়ে ওয়েব সিরিজ করলে তিনি সানিকে নিয়েই করবেন। এর আগে এই নায়িকাকে ‘রাগিণী এমএমএস’ ছবিতে সুযোগ দেন, যা খুবই সফল। সেই জনপ্রিয়তাকে ‘কামসূত্র’-এর মাধ্যমে আবার ফিরিয়ে আনতে চান অভিনেতা জিতেন্দ্রের মেয়ে। কামসূত্র বা কামসূত্রম প্রাচীন ভারতীয় পণ্ডিত মল্লনাগ বাৎস্যায়ন রচিত সংস্কৃত সাহিত্য একেই একতা ওয়েব সিরিজে তুলে ধরতে চান।

১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল মীরা নায়ার পরিচালিত ছবি ‘কামসূত্র: আ টেল অব লাভ’৷ অন্যদেশে মুক্তি পেলেও ভারত ও পাকিস্তানের সেন্সরের চৌকাঠ পেরোতে পারেনি ছবিটি। সেই হিসেবে ওয়েব সিরিজ ছাড়া এর ভবিষ্যৎ নেই ভারতে।

অন্য দিকে টানা বেশ কয়েক বছর ধরে ভারতে সানি লিওনকেই সবচেয়ে বেশি গুগল সার্চ করা হয়। সেই জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে এই সিরিজ।

X