বাগডোগরা উচ্চারণ করতেই ল‍্যাজেগোবরে! সপ্তাহান্তে স্বামীকে নিয়ে বাংলায় হাজির সানি লিওন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে বাংলায় নিজের অনুরাগীদের জন‍্য বড়সড় সারপ্রাইজ দিলেন সানি লিওন (sunny leone)। শনিবার সকালেই তিনি এসে পৌঁছালেন বাগডোগরা বিমানবন্দরে। সঙ্গী স্বামী ড‍্যানিয়েল ওয়েবার। সেজেগুজে বাগডোগরা বিমানবন্দ‍র থেকে ভিডিও শেয়ার করলেন সানি। ভিডিও দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

বাগডোগরায় নেমে গ‍্যাংটকের উদ্দেশে রওনা দেন সানি ড‍্যানিয়েলরা। জানা গিয়েছে, গ‍্যাংটকের একটি পুরনো ক‍্যাসিনোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে হাজির থাকবেন ‘এক পহেলি লীলা’ অভিনেত্রী। সেই কারণেই তাঁর আচমকা বাংলা ভ্রমণ। আদ‍্যোপান্ত কালো পোশাকে এদিন দেখা মিলল সানি ড‍্যানিয়েলের।


বাগডোগরায় এসে খুশি উপচে পড়ছে সানির চোখে মুখে। বিমানবন্দর থেকেই কিছু ছবি, ভিডিও অনুরাগীদের জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সানি। কিন্তু বিমানবন্দরের নাম উচ্চারণ করতেই অবস্থা খারাপ তাঁর। অনেক চেষ্টা করেও বাগডোগরা আর কিছুতেই স্পষ্ট ভাবে উচ্চারণ করতে পারলেন না সানি ড‍্যানিয়েল। উল্লেখ‍্য, এর আগেও একবার বাগডোগরা এসেছিলেন এই প্রাক্তন পর্ন তারকা। সেবারে বিমানবন্দরেই ভক্তদের ঢল নেমেছিল। তবে এবারে তেমন কোনো পরিস্থিতি হয়নি।


প্রসঙ্গত, মাস কয়েক আগেই স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’র গ্র‍্যান্ড ফিনালেতে এসে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল সানিকে। তাঁর সঙ্গে গানের তালে পা মিলিয়েছিলেন দেব। এছাড়া বলিউডেও বেশ ব‍্যস্ত শিডিউল অভিনেত্রীর। ‘অনামিকা’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এছাড়াও শোয়ের প্রযোজনাও করছেন।


বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি।

সম্পর্কিত খবর

X