ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ, বর্ষবরণের রাতে মথুরায় বাতিল সানির অনুষ্ঠান

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় বিনোদন জগতে বেশ অনেকদিনই হয়ে গেল সানি লিওনের (Sunny Leone)। নীল ছবির দুনিয়া ছেড়ে বলিউডে পা রেখেছেন তিনি। মহেশ ভাটের ছবি দিয়ে আত্মপ্রকাশের পর ধীরে ধীরে বিভিন্ন টিভি শোতেও সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করলেও এখনও সকলে তাঁকে মেনে নিতে পারেননি। এবার মথুরায় বাতিল হল সানির অনুষ্ঠান।

মথুরায় বাতিল হয়ে গেল সানির (Sunny Leone) অনুষ্ঠান

জানা গিয়েছিল, বর্ষবরণের রাতে মথুরায় অনুষ্ঠান ছিল সানির। সেখানকার এক পানশালায় রাতভর ছিল বিশেষ অনুষ্ঠান। এ বিষয়ে একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন সানি। সেখানে তিনি বলেছিলেন, মথুরায় অনুষ্ঠান করার জন্য তিনি খুবই উত্তেজিত। নববর্ষ মথুরায় একসঙ্গে উদযাপন, রাতটা স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করেছিলেন সানি।

Sunny Leone program cancelled in mathura

কী নিয়ে আপত্তি: এদিকে সানির (Sunny Leone) এই অনুষ্ঠান নিয়ে ওঠে তীব্র আপত্তি। মথুরার একাধিক মন্দিরের পুরোহিত সংগঠনের তরফে আপত্তি জানানো হয় এই অনুষ্ঠানের বিরুদ্ধে। সানির অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়ে একটি চিঠি দেওয়া হয় সংগঠনের তরফে।

আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ

চিঠিতে জানানো হয় অভিযোগ: চিঠিতে বলা হয়েছে, মথুরা পবিত্র ভূমি। সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। তবে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই পুণ্যভূমির সুনাম নষ্ট করতে চাইছেন। এই ধরণের অনুষ্ঠান করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে।

আরও পড়ুন : নতুন বছরেই বাজবে সানাই, লুকোচুরি সত্ত্বেও ফাঁস বিজয়-রশ্মিকার বিয়ের তারিখ

মথুরার মতো পবিত্র শহরকে কালিমালিপ্ত করার এবং গরিমা নষ্ট করার চেষ্টাও চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। এই অভিযোগপত্রটি জমা পড়তেই পানশালার তরফেই বাতিল করে দেওয়া হয় গোটা অনুষ্ঠান। তবে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সানি।