আপত্তি ধোপে টিকল না, স্বামীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন সানি লিওন

বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ বাংলাদেশে পৌঁছেই গেলেন সানি লিওন (Sunny Leone)। শোনা গিয়েছিল, প্রাক্তন পর্ন অভিনেত্রীকে ভিসা দিতে অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। এই নিয়ে দু দুবার ভিসা বাতিল হয় সানির। পড়শি দেশের তরফে জানানো হয়েছিল, ভিসার আবেদনপত্রে নিজের আসল পরিচয় নাকি ‘গোপন’ করেছেন সানি। সেই কারণেই ভিসা দেওয়া হয়নি তাঁকে।

তবে সানিকে অবশ‍্য আটকানো যায়নি। স্বামী ড‍্যানিয়েল ওয়েবারকে নিয়ে ঢাকা পৌঁছে গিয়েছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় বাংলাদেশ সফরের ছবি দিতেই অবাক নেটনাগরিকরা। বিমানবন্দর থেকে একটি এবং হোটেলের ঘরে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সানি। বাংলাদেশে যেতে পেরে তিনি যে খুব খুশি সেকথাও জানিয়েছেন অভিনেত্রী।

sunny leones shocking biography revealed 1024x576 1
জানা যাচ্ছে, বাংলাদেশের কৌশিক হোসেন তাপসের আমন্ত্রণেই নাকি সেদেশে গিয়েছেন সানি। এর আগে তাপসের একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন অভিনেত্রী। তবে এবারে তাপসের পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিতেই নাকি বাংলাদেশে সানি। তাঁর সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেও দেখা মিলেছে তাপসের।

https://www.instagram.com/p/CbAF2YQjvBO/?utm_medium=copy_link

বাংলাদেশে যাওয়ার জন‍্য ভিসার আবেদন করেছিলেন সানি। কিন্তু বাংলাদেশ মন্ত্রণালয়ের তরফে সাফ জানানো হয় তিনি যেতে পারবেন না সে দেশে। জানা গিয়েছে, শামীম আহমেদ রনির পরিচালনায় একটি ছবিতে সানি সহ ১১ জন ভারতীয় শিল্পী অভিনয় করবেন।

https://www.instagram.com/p/CbAG2ESDr2H/?utm_medium=copy_link

সেই মতো ভিসার আবেদন করেছিলেন সকলে। সানির আবেদন পত্রে তাঁর আসল নামটি লেখা ছিল, অর্থাৎ করনজিৎ কউর ওয়েবার। নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে পরিচয় দিয়েছেন সানি। প্রথমে সকলেরই ভিসা গ্রাহ‍্য হলেও বৃহস্পতিবার নতুন একটি বিবৃতি প্রকাশ করা হয় বাংলাদেশের তথ‍্য মন্ত্রণালয়ের তরফে।

সেখানে ভারতীয় শিল্পীদের অনুমতি বহাল রাখা হলেও সানির ভিসা বাতিল করে দেওয়া হয়। প্রথমে শোনা গিয়েছিল, ইসলামিক সংগঠনের আপত্তিতেই এই সিদ্ধান্ত। পরে অবশ‍্য ঢাকার তরফে জানানো হয়, সানি নিজের আসল পরিচয় ‘গোপন’ করে মার্কিন নাগরিক হিসাবে পরিচয় দিয়েছিলেন। তাই তাঁর ভিসা বাতিল হয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর