রিভিউ নিতে চেয়েছিলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা, জেদ ধরলেন ঋষভ পন্ত! তারপর …

বাংলা হান্ট ডেস্কঃ বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার মধ্যে পিঙ্ক বলে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে। মোহালিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে জয়ের পর ভারতীয় দলের নজর হোয়াইট ওয়াশ করার দিকে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও এই ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ম্যাচের প্রথম দিনে শ্রীলঙ্কার ইনিংসের সময় একটি মজার ঘটনা ঘটেছে। আসলে রিভিউ নিতে চাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু উইকেটরক্ষক ঋষভ পন্তের জেদের পর, রোহিত শর্মা রিভিউ নিতে বাধ্য হয়, যা সফলও হয়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্তের প্রচুর প্রশংসা হচ্ছে।

এই পুরো ঘটনাটি ঘটে ১২তম ওভারের পঞ্চম বলে। মহম্মদ শামির বল ধনঞ্জয় ডি সিলভার প্যাডে আঘাত হানে, এরপর বোলার জোরালো আবেদন জানান। কিন্তু মাঠের আম্পায়ার মহম্মদ শামির আবেদন নাকচ করে দেন। এরপর অধিনায়ক রোহিতকে রিভিউ নিতে রাজি করান পন্ত। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে, বল উইকেটে আঘাত করছে এবং ব্যাটের সঙ্গে বলের যোগাযোগ হয়নি। এমন পরিস্থিতিতে মাঠের আম্পায়ারকে তার সিদ্ধান্ত বদলাতে হয়।

out

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে ২৫২ রান করে। ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। এছাড়া ঋষভ পন্ত ৩৯ ও হনুমা বিহারী ৩১ রান করেন। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন লাসিথ এমবুলডেনিয়া ও প্রভিন জয়াবিক্রমা। ধনঞ্জয় ডি সিলভা দুটি এবং সুরঙ্গা লাকমল একটি সাফল্য পেয়েছেন।

২৫২ রানের জবাবে প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ৮৬ রান করে শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলা ১৩ ও লাসিথ এমবুলডেনিয়া শূন্য রান করে ক্রিজে আছেন। জাসপ্রিত বুমরাহ এখন পর্যন্ত তিনটি এবং মহম্মদ শামি দুটি উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসের ভিত্তিতে এখনও ১৬৬ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা দল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর