ফাঁস সানি লিওনের ‘সিগনেচার মুভস’! ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

   

বাংলাহান্ট ডেস্ক: সানি লিওন সবসময়েই একটু হটকে। বাকি তারকারা যখন গৃহবন্দি হয়ে কেউ রান্না করছেন, কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ আবার বাড়ির মধ‍্যেই ফটোশুট ক‍রতে শুরু করে দিয়েছেন তখন দু দুটি নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছেন তিনি।

Sunnyleone
একদিকে বাড়ি বসেই শুরু করেছেন নিজের নতুন শো লকড আপ উইথ সানি এবং অন‍্যদিকে সোশ‍্যাল মিডিয়ায় শুরু করেছেন একটি নতুন ফটোশুটের সিরিজ ১২ ডেজ অফ সামার। আর বলা বাহুল‍্য দুটোই রীতিমতো সুপারহিট।

https://www.instagram.com/p/B-sGgBhDFyI/?igshid=4kd84dpueria

https://www.instagram.com/p/B-ofKDxjJhS/?igshid=1edqkpjrh12rm

একেক দিন একেক তারকাকে যোগ দিতে দেখা যায় সানির শোতে। তবে এবার অনুরাগী তথা দর্শকদের জন‍্য একটি ভিডিও বার্তা নিয়ে এসেছেন অভিনেত্রী। নিজের কয়েকটি সিগনেচার নাচের মুভস দেখিয়েছেন সানি। দেখে মনে হবে কখনও তিনি রুটি করছেন আবার কখনও জিলিপি ভাঁজছেন। এই নাচের স্টেপগুলো এবার দর্শকদের করে দেখানোর চ‍্যালেঞ্জ দিয়েছেন তিনি। সেইসব ভিডিওই তাঁর লকড আপ উইথ সানির অ্যাকাউন্টে শেয়ার করা হবে।

https://www.instagram.com/p/B-6tNPmjLnv/?igshid=ckr0guwgajh1

প্রসঙ্গত, বিভিন্ন তারকার সঙ্গে এই শোয়ে লাইভ চ‍্যাট করেন সানি। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি। সেই সব ছবিই তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর