লোকজনের থেকে দূরে, সপরিবারে বোটিং করতে গেলেন সানি, মুহূর্তে ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের মধ‍্যেই মুম্বই (mumbai) ছেড়ে লস এঞ্জেলস (los Angeles) পাড়ি দিয়েছিলেন সানি লিওন (sunny Leone)। স্বামী ড‍্যানিয়েল ওয়েবার ও তিন ছেলে মেয়ে নিশা, আশার ও নোয়াকে নিয়ে রাতারাতি লস এঞ্জেলসের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তিনি। সন্তানদের সুরক্ষার জন‍্যই এই সিদ্ধান্ত, এমনটা জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই।
লস এঞ্জেলসে যাওয়ার পরেও সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন সানি। মাঝে মাঝেই নানা ছবি, ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে। কখনও নিজের মেকআপ ব্র‍্যান্ডের প্রমোশন তো কখনও পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি, ভিডিও সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।


সম্প্রতি বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন সানি। সপরিবারে বলবোয়া লেক ঘুরতে গিয়েছেন সানি। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তবে উপযুক্ত সুরক্ষা ব‍্যবস্থা নিয়েই সন্তানদের নিয়ে ঘুরতে গিয়েছেন সানি।

https://www.instagram.com/p/CB12vvhDwte/?igshid=hkkerthxuh59

https://www.instagram.com/p/CBwyRJUD1EN/?igshid=10e3xqp2dkpf3

ছবিতে দেখা যাচ্ছে, সানির তিন ছেলে মেয়ে নিশা, নোয়া ও আশার খেলছে লেকের ধারে। সানি ও ড‍্যানিয়েল দুজনের মুখেই দেখা গিয়েছে মাস্ক। লেকের জলে বোটিং করতেও দেখা গিয়েছে সানি ও ড‍্যানিয়েলকে। ছবিগুলি পোস্ট করে ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নতুন জায়গা খোঁজার মজাই আলাদা। লোকজনের থেকে দূরে বাচ্চাদের জন‍্য সুরক্ষিত জায়গা।’ ড‍্যানিয়েলও সানির সঙ্গে বোটিং করার ছবি শেয়ার করেছেন।

https://www.instagram.com/p/CB12D_DHlf1/?igshid=f35fgvwxmzrm

https://www.instagram.com/p/CBkGJwODNue/?igshid=1luwrbbalsdwq

প্রসঙ্গত, করোনা থেকে সুরক্ষার জন‍্য সানির ভারত ছেড়ে লস এঞ্জেলস চলে যাওয়াটা মেনে নিতে পারেননি অনেকেই। এর জন‍্য সমালোচনার শিকারও হতে হয়েছিল সানিকে। অবশেষে এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানান, করোনার জন‍্য দেশ ছাড়েননি তিনি। ড‍্যানিয়েলের পরিবার এই পরিস্থিতিতে একসঙ্গে থাকার অনুরোধ করেছিলেন তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে।

https://www.instagram.com/p/CBZ6rKMjCmn/?igshid=f47m43je1vx4

https://www.instagram.com/p/CBE-7RyD0BJ/?igshid=1mfdgxr0knkxv

https://www.instagram.com/p/CBKgcpeDMBO/?igshid=1gpdg0hc8gihx

সানি আরও জানান, লস এঞ্জেলসে গিয়ে প্রথমে বেশ অসুবিধায় পড়তে হয়েছিল তাঁদের। স্বাস্থ‍্য পরীক্ষার পর বাড়িতেই বন্দি ছিলেন সকলে। মুম্বই সানির কাজের জায়গা। দীর্ঘদিন ধরে এখানেই রয়েছেন তিনি। তাই ভারত ছেড়ে আসতে মন চায়নি তাঁর। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলেই ভারতে ফিরতে চান বলেও জানান অভিনেত্রী।

X