বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রান। কিন্তু আজ রিঙ্কু সিং (Rinku Singh) নায়ক হয়ে উঠতে পারলেন না। আজ যেন একটু বেশিই রান দিয়ে বসেছিল নাইট বোলাররা। হ্যারি ব্রুকের (Harry Brook) বিধ্বংসী ব্যাটিংয়ের পর মায়াঙ্ক মারখাণ্ডের (Mayank Markhande) বুদ্ধিদীপ্ত স্পিন বোলিংয়ে ভর করে টানা নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে নিল এইডেন মার্করমের (Aiden Markram) সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। নিজেদের দ্বিতীয় ম্যাচ ছেড়ে কিছুটা চাপে নীতিশ রানার (Nitish Rana) কলকাতা নাইট রাইডার্স (KKR)।
প্রথম ওভার থেকে নাইট বোলারদের ওপর মারাত্মক আক্রমণ করতে শুরু করেন ইংল্যান্ডের তরুণ তারকা ব্যাটার হ্যারি ব্রুক। ইংল্যান্ডের হয়ে টেস্ট ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন এই তরুণ তারকা। আজ উমেশ যাদবের করা প্রথম ওভারে তিনটি চার মেরে নিজের মনোভাবটা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এরপর দলের বাকি সব পেসারদের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে রান করেছেন ব্রুক।
ব্রুকের ১০০ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ৩টি ছক্কা দিয়ে। বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলেছেন তিনি। তার মধ্যে লোকি ফার্গুসনের মাথার উপর দিয়ে মারার ছক্কাটি সকলের মনে চেপে থাকবে বেশ কিছু বছর। তবে প্রথম দিকে স্পিনারদের বিরুদ্ধে অযথা ঝুঁকি নিচ্ছিলেন না তিনি। ৩২ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেছিলেন এই ইংল্যান্ডের তারকা। সেই সময়টা রানের গতি বাড়ানোর কাজটা করছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা ও এই মরশুমে এসআরএইচ অধিনায়ক এইডেন মার্করম। স্পিনারদের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করে ২৫ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেন তিনি।
পানতারা করতে নেমে কেকেআরের ব্যাটিংয়ের চিত্রটা ছিল একই রকম। চলতি মরশুমে বারবার একইভাবে এগোচ্ছে তাদের ব্যাটিং অর্ডার। টপ অর্ডার ব্যর্থ হচ্ছে চূড়ান্তভাবে। আন্দ্রে রাসেলের উপর সকলে ভরসা রাখছেন, কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন। যে কোনও একজন ক্রিকেটার দাঁড়িয়ে যাচ্ছেন এবং তিনি মারাত্মক আগ্রাসী ক্রিকেট খেলছেন। আজ সেই ক্রিকেটারটি হয়েছিলেন নীতিশ রানা।
উমরান মালিকের ১ ওভারে ২৮ রান করেন তিনি। ৪১ বলে ৭৫ রান করে প্রায় অসম্ভব দেখানো টার্গেটের কাছাকাছি পৌঁছতে দলকে সাহায্য করেছিলেন তিনি। রিঙ্কু সিং ৩১ বলে ৫৮ রান করেন শেষ দিকে নেমে মরিয়া চেষ্টা করে। তবে আজ মূল তফাতটা গড়ে দিয়েছিলেন মায়াঙ্ক মারখান্ডে। নিজের ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। দুই উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো জেন্সনও। একটি উইকেট নিয়ে এবং একটি মেডেন ওভার করে একটু তফাৎ গড়ে দিয়েছেন ভুবনেশ্বর কুমারও। পরপর দুই ম্যাচ জিতে টপ ফোরের লড়াইয়ে ফিরে এলো হায়দরাবাদ। নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরে টপ অর্ডার ও বোলিং নিয়ে আবারও চাপে নাইটরা।