ভুবনেশ্বর কুমারের বদলে এই ভারতীয় পেসারকে দলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আইপিএল (IPL) একেবারে জমজমাট। আইপিএলের আনন্দ উপভোগ করছেন সারা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা। বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মধ্যে এই আইপিএল কিছুটা হলেও আনন্দ দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। তবে মঙ্গলবার ক্রিকেটপ্রেমীদের মনে কিছুটা হলেও দুঃখ দিল এই ঘটনা। চোটের কারণে এবার আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) অন্যতম প্রধান বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar kumar)।

ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar kumar) টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরেই হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট দ্রুত গতিতে একজন জোরে বোলারের সন্ধান শুরু করে দেন। তাদের দরকার ছিল এমন একজন বোলারের যিনি ভুবেনেশ্বর কুমারের জায়গা পূরণ করতে পারবেন অর্থাৎ বলে গতির পাশাপাশি তিনি নিয়মিত বল সুইং করাতে পারবেন। আর সেই কারণেই হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট অন্ধ্রপ্রদেশের জোরে বোলার ইয়ারা পৃথ্বীরাজকে দলে নিল।

এই পৃথ্বীরাজের পূর্বে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। এখনো পর্যন্ত আইপিএলে মোট দুটি ম্যাচ খেলেছেন পৃথ্বীরাজ, নিয়েছেন একটি উইকেট। 2019 সালে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে তিনি আইপিএল খেলেছেন কিন্তু তিনি বল হাতে খুব একটা নজর কাড়তে পারেননি। আর সেই কারণে 2020 আইপিএলের নিলামের আগে পৃথ্বীরাজকে রিলিজ করে দেয় নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। কিন্তু 2020 আইপিএল নিলামে তাকে কোন দল নিতে আগ্রহ প্রকাশ করেননি। তাই তিনি নামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন। অবশেষে ভুবেনেশ্বর কুমার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় তার সামনে আইপিএল খেলার সুযোগ চলে এলো।


Udayan Biswas

সম্পর্কিত খবর