আকাশদীপ, ঈশানদের দাপটে উড়ে গেল হরিয়ানা! ইনিংস ও ৫০ রানে জয় বাংলার  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল প্রথম উইকেটে ১২৯ রানের পার্টনারশিপ করে রীতিমত বাংলাকে চাপে ফেলে দিয়েছিলেন যুবরাজ সিংরা। কিন্তু তারপর ঈশান পোড়েল পরপর দুই উইকেট নিয়ে ধ্বস নামানো শুরু করেছিলেন। তৃতীয় দিনের শেষে ১৭৭ রানের ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল হরিয়ানা। বাংলার জয় ছিল শুধু সময়ের অপেক্ষা।

সেই স্মরণীয় সময়টা এলো শুক্রবার ম্যাচের চতুর্থ দিনের প্রথম এক ঘন্টার মধ্যেই। আকাশদীপের দুর্দান্ত বোলিংয়ে ২০৬ রানেই শেষ হয়ে গেল হরিয়ানার ইনিংস। প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিলেন ১৬৩ রানে। ২ ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছেন আকাশদীপ।

এর আগে ম্যাচের প্রথম দিন হরিয়ানা অধিনায়ক হর্ষল প্যাটেল টস জয়ের পর বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল। প্রাথমিক বিপত্তি কাটিয়ে অনুষ্টুপ মজুমদারের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছিল বাংলা। ১৪৫ রানের অসাধারণ ইনিংস খেলেন বাংলার ক্রিকেটপ্রেমীদের প্রিয় রুকুদা।

anustup majumder

এরপর লোয়ার অর্ডারের প্রত্যেক ক্রিকেটার বেশ কিছু রান যোগ করেন। যার ফলে অনুষ্টুপ শেষ দিকে না থাকলেও বাংলা ৪০০ রানের গণ্ডি অতিক্রম করে যায়। কিন্তু ২ ইনিংস মিলিয়েও ৩৬৯ রানের বেশি তুলতে পারেনি হরিয়ানা। ফলে ইনিংস এবং ৫০ রানের ব্যবধানে জয় পায় বাংলা।

এই দুর্দান্ত জয়ের পর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলার। ইনিংসে ম্যাচ জিতে বোনাস পয়েন্টও পেলো মনোজ তিওয়ারিরা। অনুষ্টুপ এবং আকাশদীপ ছাড়াও এই ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন অভিমন্যু ঈশ্বরের এবং ঈশান পোড়েল। কিন্তু বাংলা কি দীর্ঘ তিন দশকের খরা কাটাতে পারবে রঞ্জি ট্রফিতে। তেমন স্বপ্ন অবশ্য আপাতত দেখছেন না বঙ্গ ক্রিকেটপ্রেমীরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর