বাংলা হান্ট ডেস্কঃ ১৫ বছর ধরে বেতন না বাড়া, সরকারি স্বীকৃতি না মেলা, আর স্থায়ী চাকরির কোনও নিশ্চয়তা নেই, এই দীর্ঘ অবহেলার বিরুদ্ধে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভে বসলেন রাজ্যের সুপারভাইজাররা (Supervisor Protest at Kalighat)। তাঁদের দাবি, বছরের পর বছর যাঁরা স্বাস্থ্য ও বিভিন্ন সরকারি প্রকল্পে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন, তাঁদের ন্যূনতম সম্মানটুকুও মিলছে না।
মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে বসেন সুপারভাইজারদের একাংশ (Supervisor Protest at Kalighat)
সোমবার সকাল থেকেই সুপারভাইজারদের একাংশ কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে বসেন (Supervisor Protest at Kalighat)। এলাকাটি পুলিশি ভাষায় ‘হাই অ্যালার্ট’ জোন। তাই বিক্ষোভের খবর পেতেই দ্রুত তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, তার জন্য বিক্ষোভকারীদের বারবার সরিয়ে নেওয়ার চেষ্টাও করে পুলিশ।
তবে দাবি নিয়ে অনড় থাকেন কর্মীরা (Supervisor Protest at Kalighat)। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে এক পয়সাও বাড়েনি তাঁদের সাম্মানিক। এখনও ৬,৫০০ টাকার উপর ভরসা করে কোনওভাবে সংসার চালাতে হয়। পাশাপাশি নেই কোনও সরকারি স্বীকৃতি, নেই কোনও চাকরির নিরাপত্তা। বিক্ষোভকারীদের একাংশ এদিন বলেন, “মুখ্যমন্ত্রীর বিরোধিতা আমাদের উদ্দেশ্য নয়। আমরা এসেছি তাঁর কাছে আমাদের অস্তিত্বকে মনে করিয়ে দিতে। আমাদের দাবি খুব সহজ।”
কী কী দাবি সুপারভাইজারদের?
সোমবার কালীঘাটে বিক্ষোভ (Supervisor Protest at Kalighat) দেখিয়ে বিক্ষোভকারীদের একাংশ তাদের চাকরি, বেতন ও চাকরির নিরাপত্তা নিয়ে কিছু দাবি জানায়। তাঁদের দাবি গুলি হল –
- সাম্মানিক বাড়াতে হবে
- সরকারি স্বীকৃতি দিতে হবে
- অবসরের আগে কেউ অসুস্থ হয়ে পড়লে সরকারি সাহায্য চাই
- অবসরের পরে ভাতা নিশ্চিত করতে হবে

আরও পড়ুনঃ TMC-র বড় নেতাদের ‘নো’! ছাব্বিশে কোন পথে হাঁটছে বিজেপি?
সোমবার বিক্ষোভের (Supervisor Protest at Kalighat) কারণে কিছুক্ষণ এলাকায় যান চলাচলও বিঘ্নিত হয়। পুলিশ ও সুপারভাইজারদের প্রতিনিধি দল পরে কথাও বলেন। তবে দাবি আদায় হবে কি না, সে নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।












