বাংলাহান্ট ডেস্কঃ বিগত ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে সীমান্ত এলাকায় কৃষকরা নতুন কৃষি আইনের (agricultural bill) বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে চলেছে। এর মধ্যে যেমন শোনা গিয়েছে বেশ কিছু জায়গায় কৃষকরা সরকারের এই আইনকে সমর্থন করে, এই আইনের সুবিধা নিতে শুরু করেছে, তেমন অন্যদিকে এই আইনে কৃষকদের পক্ষে সমর্থন করে নিজের প্রাণ বলিদান দিতেও পিছপা হননি সন্তু বাবা রাম সিং।
চলতে থাকা কৃষি আইনের মধ্যে থেকে বেরিয়ে এসেছে নানারকম সমস্যার কথা এবং আকর্ষণীয় বিষয়ও। বর্তমান সময়ে সকলের নজর আকর্ষণ কেড়েছেন বিহারের (bihar) এক প্রবীণ ব্যক্তি সত্যদেব মাঝি। বছর ৬০ -এর সত্যদেব মাঝি (Satyadev Manjhi) বিহারের সিওয়ানের বাসিন্দা। কৃষক আন্দোলনে কৃষকদের সমর্থন করতে ১০০০ কিমি রাস্তা সাইকেল চালিয়ে তিনি টিকরি বর্ডারে পৌঁছান।
প্রায় ১১ দিন সাইকেল চালিয়ে তারপর তিনি সেখানে পৌঁছাতে পেরেছেন। শুধু পৌঁছানোই নয়, তিনি জানিয়েছেন- কৃষকদের এই আন্দোলন না থামা পর্যন্ত, তিনি সেখানেই থাকবেন। কৃষকদের সঙ্গে প্রতিবাদে অংশ নেবেন। পাশাপাশি তিনি সরকারের কাজে এই আইন প্রত্যাহার করার বিষয়ে অনুরোধও করেন।
কেন্দ্র সরকারের প্রস্তাবিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে কৃষকরা আন্দোলনে সামিল হয়েছে। কৃষকদের দাবি, যতক্ষণ না কেন্দ্র সরকার এই আইন বাতিল করে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়েই যাবে। কেন্দ্র সরকার এবং কৃষকদের সঙ্গে বেশ দফা বৈঠকের পরও এই সমস্যার কোন সমাধান সূত্র বের হয়নি। কৃষকরা এখনও তাদের দাবিতে অনড় রয়েছে।