বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বহুল চর্চিত দুয়ারে রেশন প্রকল্প সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হওয়ার কথা ছিল। আদালতের নির্ধারিত তালিকায় এই মামলাটি থাকলেও শেষ পর্যন্ত সেই শুনানি পিছিয়ে যায়। কোর্ট জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।
কেন পিছিয়ে গেল শুনানি?
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি তালিকাভুক্ত ছিল। ঠিক সেই সময় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল ব্যস্ত ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ মামলা এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত শুনানিতে, যা প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে চলছিল। এই কারণে সিবাল অনুরোধ করেন দুয়ারে রেশন মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট সেই অনুরোধ মেনে নেয়।
কেন আদালতে (Supreme Court) দুয়ারে রেশন প্রকল্প ?
রাজ্যে ২০২১ সাল থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়। এই প্রকল্পে গ্রাহক চাইলে বাড়িতে বসে রেশন পেতে পারেন। সরকারের দাবি, এই প্রকল্প চালুর ফলে সাধারণ মানুষের বাড়িতে খাদ্যশস্য পৌঁছে দেওয়া আরও সহজ হবে এবং রেশন পরিষেবার মান বাড়বে। তবে রেশন দোকানদারদের একাংশ এই প্রকল্পের বিরোধিতা করেন এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।
হাইকোর্ট সেই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দেয়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) আপিল করে। এখন সেই আপিল মামলারই শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ বাড়িতে বসেই রেশন কার্ডে মোবাইল লিঙ্ক! খাদ্য দপ্তরের নতুন নিয়মে সহজ পদ্ধতি জানুন
দুয়ারে রেশন সংক্রান্ত সেই মামলারই পরবর্তী শুনানি ১৫ জানুয়ারিতে হবে। সূত্রের খবর, আদালতের (Supreme Court) সিদ্ধান্তের উপরই নির্ভর করছে প্রকল্পটির ভবিষ্যৎ।












