বাংলা হান্ট ডেস্কঃ চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হলেও আর সরাসরি জেলে যেতে হবে না অভিযুক্তকে। সম্প্রীতি এমনই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়ে দিয়েছে, অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষ যদি সমঝোতায় পৌঁছতে পারে এবং বকেয়া অর্থ মেটানো হয়, তবে জেল এড়ানো সম্ভব।
চেক বাউন্স মামলায় সমঝোতার মাধ্যমে মীমাংসা সুযোগ দিল শীর্ষ আদালত (Supreme Court)
চেক বাউন্স মামলায় অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষ বোঝাপড়ায় পৌঁছলেও পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট মামলা থেকে দোষীকে অব্যাহতি দেয়নি। এর পর বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠে। শীর্ষ আদালতের মতে, চেক বাউন্স ব্যক্তিগত বিরোধ হলেও বিশ্বাসযোগ্যতার কারণে তা অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে আইন অনুযায়ী, সমঝোতার মাধ্যমে মীমাংসার সুযোগ খোলা আছে।
সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, অভিযোগকারীকে অবশ্যই বোঝাপড়ার নথিতে স্বাক্ষর করতে হবে এবং অভিযুক্তকে পুরো বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে। উভয় পক্ষই যদি স্বেচ্ছায় এই চুক্তিতে রাজি হয়, তবেই আদালত অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে না।
‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’-এর ১৩৮ ধারা অনুযায়ী চেক বাউন্স অপরাধ। তবে ওই আইনেরই ১৪৭ ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে, এই অভিযোগ আপসের মাধ্যমে মেটানো সম্ভব। ফলে অভিযুক্তকে জেলের পরিবর্তে সমঝোতার পথে সমাধানের সুযোগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায় জানিয়ে দিল, চেক বাউন্স মামলায় সব সময় আর শাস্তি নয়। এখন থেকে অভিযুক্তদের জন্য মীমাংসার দরজা খোলা থাকছে। বিশেষজ্ঞদের মতে, এতে মামলার বোঝা যেমন হালকা হবে, তেমনই উভয় পক্ষের মধ্যে দ্রুত সমাধানের পথও সহজ হয়ে উঠবে।