আর কতদিন ফ্রি-তে রেশন দেবে সরকার? জানতে চাইল সুপ্রিম কোর্ট! কী বলল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ ২০২০ সালে করোনার সময় দেশের আর্থিকভাবে দুর্বল নাগরিকদের ফ্রি-তে রেশন (Free Ration) দেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। খাদ্য সুরক্ষা আইনের অধীন এই বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়। এরপর কেটে গিয়েছে প্রায় ৪ বছর, পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে এখনও তাঁদের ফ্রি-তে বা ভর্তুকি মূল্যে রেশন দিচ্ছে সরকার। আর কতদিন এভাবে বিনামূল্যে রেশন দেওয়া সম্ভব? এবার সেটাই জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর পরিবর্তে কাজের সুযোগ তৈরি ও সক্ষমতা বাড়ানো দরকার বলে জানায় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ।

  • বিনামূল্যে রেশন প্রদান নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের (Supreme Court)!

২০২০ সালে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা এবং সমস্যার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা নিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার সেই মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীনই কেন্দ্রের (Central Government) কাছে এই প্রশ্ন করে শীর্ষ আদালত। এই মুহূর্তে কতজনকে ফ্রি-তে রেশন দেওয়া হচ্ছে? জানতে চায় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ।

এদিনের শুনানিতে একটি এনজিও-র তরফ থেকে উপস্থিত ছিলেন নামি আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, সরকারের ‘ই-শ্রম পোর্টালে’ নিবন্ধিত প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ফ্রি-তে রেশন প্রদানের জন্য সরকারের নির্দেশ জারি করা প্রয়োজন। এদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) কতজনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি বলেন, বর্তমানে ৮১ কোটি মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ মঙ্গলে ৯ জেলায় বৃষ্টি, কমবে তাপমাত্রাও! কোথায় কোথায় বর্ষণ? আবহাওয়ার খবর

একথা শোনার পর বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘মানে শুধুমাত্র করদাতারাই বাদ পড়েছেন। এই ফ্রিবি কতদিন ধরে দেওয়া সম্ভব? আমরা কেন এই পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থান, কাজের সুযোগ ও সক্ষমতা তৈরি করার চেষ্টা করছি না?’ প্রশান্ত ভূষণ বলেন, প্রত্যেক পরিযায়ী শ্রমিক যাতে কেন্দ্রীয় সরকারের দেওয়া ফ্রি রেশন (Ration) পেতে পারেন, সেই কারণে সুপ্রিম কোর্টই নানান সময়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রেশন কার্ড প্রদানের নির্দেশ দিয়েছে। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের সর্বশেষ নির্দেশ ছিল, যাদের রেশন কার্ড নেই তবে ‘ই-শ্রম পোর্টালে’ নিবন্ধিত, তাঁদেরও ফ্রি রেশন দিতে হবে।

Supreme Court

একথা শুনে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এটাই মুশকিল। আমরা যে মুহূর্তে রাজ্যগুলিকে সব পরিযায়ী শ্রমিকদের ফ্রি রেশন দেওয়ার নির্দেশ দিই, আর কাউকে এখানে দেখা যায় না। সাধারণ মানুষকে খুশি করতে রাজ্যগুলি যত ইচ্ছে রেশন কার্ড জারি করে। তারা ভালো করেই জানে, ফ্রি-তে রেশন প্রদানের দায় কেন্দ্রের’। জাস্টিস সূর্য কান্ত এদিন বলেন, পরিযায়ী শ্রমিকদের মামলার একটি বিশদ শুনানি দরকার। আগামী ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর