EVM-এর উপর ২০ বছরের নিষেধাজ্ঞা জারি সুপ্রিম কোর্টের? সামনে এল আসল তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে EVM অর্থাৎ Electronic Voting Machine দেশের বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ব্যবহার করা হয়। তবে, নির্বাচনের সময় প্রায়শই এই EVM বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলও EVM-এ “কারচুপি”-র অভিযোগ সামনে আনে।

তবে, এবার ফের একবার খবরের শিরোনামে উঠে এল EVM। মূলত, এই মেশিন সম্পর্কে এবার এক চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। একটি ইউটিউব চ্যানেলে EVM সম্পর্কে দাবি করা হয়েছে যে, Electronic Voting Machine এবার ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর এহেন দাবি সামনে আসার পরেই শুরু হয়েছে এই বিষয়ে তীব্র জল্পনা।

ভিডিওতে কি দাবি করা হয়েছে: মূলত, সুপ্রিম কোর্টের বরাত দিয়ে ভিডিওটিতে দাবি করা হচ্ছে যে, সুপ্রিম কোর্ট এবার EVM নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। “ইন্ডিয়া আপডেট” নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে এই দাবি করা হয়েছে যে। পাশাপাশি, সেখানে আরও বলা হয়েছে যে, Electronic Voting Machine এক্কেবারে ২০ বছরের জন্য নিষিদ্ধ হতে চলেছে।

এদিকে, ওই ভিডিওটিতে এহেন চাঞ্চল্যকর দাবি সামনে আসার পাশাপাশি বিজেপির সমালোচনাও করা হয়েছে। এমতাবস্থায় কয়েক মাস আগে আপলোড করা এই ভিডিওটি এখনও কেউ কেউ শেয়ার করছেন। পাশাপাশি, হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে এহেন তথ্যকে ঘিরে বিভিন্ন প্রশ্নের উদ্রেক ঘটছে।

https://twitter.com/PIBFactCheck/status/1640317907845492737?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1640317907845492737%7Ctwgr%5E3a7b3079e8b1410077b15c365fb1b978537a2b9e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.abplive.com%2Fviral-sach%2Fsupreme-court-did-not-ban-evm-for-20-years-fake-claim-being-made-in-video-fact-check-2369190

এই দাবির সত্যতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Electronic Voting Machine অর্থাৎ EVM নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি, EVM নিয়ে সুপ্রিম কোর্টে আদৌ কোনো শুনানিও হয়নি, এবং এটি নিষিদ্ধ করার কোনো প্রসঙ্গও সামনে আসেনি। অর্থাৎ, ওই ভিডিওতে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো। এমতাবস্থায়, পিআইবিও এর সত্যতা যাচাই করেছে। যেখানে বলা হয়েছে, এই দাবি বিভ্রান্তিকর ও ভুল। আপনিও যদি এমন কোনো ভিডিও দেখতে পান সেক্ষেত্রে সেটিকে আর ফরওয়ার্ড করবেন না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর