পশুপ্রেমীদেরই জয়, দিল্লির পথ কুকুরদের নিয়ে রায় বদল! তবে বড় শর্ত দিল আদালত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ কুকুরদের সরিয়ে নিয়ে গিয়ে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। পশুপ্রেমীরা প্রতিবাদে সরব হয়েছিল। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তীব্র প্রতিবাদ করেছিল। বিক্ষোভের মুখে পড়ে এবার রায় বদল করল শীর্ষ আদালত। পথ কুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত।

দিল্লি পথকুকুর মামলায় নতুন রায়

এর আগে দুই বিচারপতির বেঞ্চ (Supreme Court) যে রায় দিয়েছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। নতুন রায়ে বলা হয়েছে, পথ কুকুরদের রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়া হবে পথ কুকুরদের। তারপর আবার তাদের যেখান থেকে নিয়ে আসা হয়েছিল সেখানে ফিরিয়ে দিতে হবে।

Supreme Court changed delhi stray dog case bench

কী বলা হয়েছে নতুন রায়ে: শুক্রবার সুপ্রিম কোর্টের (Supreme Court)bবিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ এই মামলায় রায়দান করে। এর আগে দুই সদস্যের বেঞ্চের রায় নিয়ে বিতর্ক হয়েছিল দেশের বিভিন্ন স্থানে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court)h প্রধান বিচারপতি বিআর গবইয়ের কাছে তদ্বির করা হয়। তারপরেই এই মামলায় বেঞ্চ বদল করে দেন তিনি। তবে নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে।

আরও পড়ুন : ৪-৫ লক্ষ জনসমাগমের সম্ভাবনা, মন্দির চত্বর মুড়েছে নিরাপত্তা বেষ্টনীতে, বাড়তি সতর্কতা তারাপীঠে

থাকছে বিশেষ শর্ত: বলা হয়েছে, যে সমস্ত পথ কুকুর হিংস্র স্বভাবের বা ব়্যাবিস আক্রান্ত তাদের আর ফেরানো যাবে না রাস্তায়, আশ্রয়কেন্দ্রেই রাখা হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও শর্তেই রাস্তায় কুকুরদের প্রকাশ্যে খাওয়ানো যাবে না। দিল্লি ও আশপাশের কিছু পুরসভায় কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। এরপরেও কেউ রাস্তায় কুকুরদের প্রকাশ্যে খাওয়ালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বরও চালুর কথা বলেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন : ১৫ কিমি পথ হাওয়ায় ভেসে থাকা, ১২৪৭ কোটি টাকা খরচে দীর্ঘতম সেতু নির্মাণ ভারতীয় রেলের

সুপ্রিম কোর্টের তরফে এই মামলাকে দেশব্যাপী করা হয়েছে। রাস্তা থেকে কারা কুকুর ধরবেন, নির্দেশ কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে পুর কর্তৃপক্ষকে হলফনামা দাখিল করতে বলা হয়েছে। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও পড়েছে পোস্টার।