সুপ্রিম কোর্টে বড় ধাক্কা চাকরিহারাদের, OMR শিট নিয়ে চূড়ান্ত রায় জানিয়ে দিল আদালত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি মামলায় (SSC Scam) সুপ্রিম কোর্টে গিয়ে একরাশ ব্যর্থতার মুখেই পড়তে হল চাকরিহারাদের। ওএমআর শিট প্রকাশের আবেদন এদিন খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ প্রায় ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশের আবেদনের মামলাটি খারিজ করে দেয় প্রাথমিক পর্যায়েই। ফলত চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জলঘোলা।

ওএমআর শিট প্রকাশের আবেদনে বড় ব্যর্থতা এসএসসি চাকরিহারাদের (SSC Scam)

সিবিআইয়ের হাতে থাকা ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘দাগি’ অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন চাকরিহারারা (SSC Scam)। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কার্যত খালি হাতেই ফিরতে হল তাঁদের। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানায়, এই মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। সমাধানের জন্য বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে এর আগে। নতুন করে আর ওএমআর শিট প্রকাশ করার প্রয়োজন নেই বলেই মনে করে আদালত।

Supreme Court decision on omr sheet reveal petition in ssc scam

কী নির্দেশ দিল আদালত: একই সঙ্গে সুপ্রিম জানায়, এসএসসি চাকরি (SSC Scam) বাতিলের মামলায় এর আগেও একাধিক রিভিউ, পিটিশন খারিজ হয়েছে। নতুন করে এ বিষয়ে আর হস্তক্ষেপের প্রয়োজন নেই। পাশাপাশি আগামীতে কোনো জিজ্ঞাস্য বা কোনো বিষয় স্পষ্ট করার জন্য আবেদনকারীদের (SSC Scam) সরাসরি সুপ্রিম কোর্টে না এসে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

আরও পড়ুন : নিরাপত্তার নিরিখে ৬৬ তম স্থানে ভারত, চমকে দেবে পাকিস্তানের রিপোর্ট! কত নম্বরে বাংলাদেশ?

নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু: যোগ্য অযোগ্য আলাদা করতে ওএমআর শিট প্রকাশের আবেদন করেছিলেন এসএসসি চাকরিহারারা (SSC Scam)। কিন্তু আদালতের রায়ে সে দরজা আপাতত বন্ধ হয়ে গেল। এদিকে সুপ্রিম নির্দেশ মতো নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কবিগুরুর শান্তিনিকেতন এখন ইউনেস্কো হেরিটেজ সাইট, ৫ বছর পর খুলছে দরজা, রয়েছে বিশেষ আকর্ষণ!

আগামী ৭ ই সেপ্টেম্বর নবম-দশম এবং আগামী ১৪ ই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। দুদিনই দুপুর ১২ টা শুরু হবে পরীক্ষা। অক্টোবরে লিখিত পরীক্ষার ফল ঘোষণা হতে পারে। তারপর নভেম্বর মাসে কাউন্সেলিং শুরু হওয়ার কথা রয়েছে।