“আমরা বলিনি ফ্রেশার নিতে!” SSC পরীক্ষার পদ্ধতিতে রাজ্যকে কড়া ধমক দিল সুপ্রিম কোর্ট, কেন?

Published on:

Published on:

Supreme Court Flags SSC Exam Method
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি-র নতুন করে নেওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ফের বড় সমস্যা তৈরি হয়েছে। এই পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে সরাসরি সুপ্রিম কোর্টে (Supreme Court)। বৃহস্পতিবার মামলার শুনানির সময় রাজ্যের বিরুদ্ধে কড়া মন্তব্য করে শীর্ষ আদালত।

কী বলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)?

এদিন কোর্ট (Supreme Court) জানতে চায় পুরনো ছাঁটাই হওয়া প্রার্থীদের সঙ্গে নতুন ফ্রেশারদের একসঙ্গে কেন পরীক্ষা নেওয়া হল? আদালত পরিষ্কার জানায়, তারা কখনওই বলেনি যে ফ্রেশারদের নিয়ে পরীক্ষা করতে হবে। শুধু বলেছিল পরীক্ষা যেন দুর্নীতিমুক্ত হয় এবং অযোগ্য কেউ যেন না বসে।

কী নিয়ে মামলা?

প্রসঙ্গত, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতির মামলায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট (Supreme Court) নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। সেই পরীক্ষায় পুরনোদের সঙ্গে ফ্রেশারদেরও বসায় এসএসসি। পুরনোদের অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাড়তি দেওয়া হয়। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় অনেকে ফুল নম্বর পেলেও ভেরিফিকেশনের ডাক পাননি। অভিযোগ ওঠে এই অতিরিক্ত ১০ নম্বরের জন্যই অনেকের ক্ষতি হয়েছে। তাই দাবি ওঠে এ অতিরিক্ত নম্বর ব্যবস্থা বন্ধ করতে হবে। এরপরই মামলা হাইকোর্ট হয়ে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে ।

কী বলল সুপ্রিম কোর্ট?

  • এসএসসি সংক্রান্ত সব সমস্যা নিয়ে মামলাকারীরা হাইকোর্টে যেতে পারবেন
  • দাগিদের (যাঁদের বিরুদ্ধে অভিযোগ) সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে
  • বর্তমান নিয়োগ প্রক্রিয়া বন্ধ হবে কি না, এই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট

Supreme Court Flags SSC Exam Method

আরও পড়ুনঃ ডিএ মামলায় নয়া বেঞ্চ বসল, আজই কি মিলবে সুখবর?

এই মামলা নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “শুরু থেকেই বলছি দুর্নীতি আড়াল করতে রাজ্য পুরনো আর নতুনদের একসঙ্গে বসিয়েছে। সুপ্রিম কোর্ট সবটাই বুঝে গেছে। এখন যার যা অভিযোগ আছে, সবই হাইকোর্টে বলতে হবে।”