বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বিরাট স্বস্তি! এখনই গ্রেফতার করা যাবে না পর্ষদের সভাপতি গৌতম পালকে (WBBPE President Gautam Pal)। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও আপাতত গ্রেফতার করা যাবেনা বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টের নির্দেশ মত তাদের দুজনকেই তদন্তে সহযোগিতা করতে হবে। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীরর বেঞ্চ এই নির্দেশ দেয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে (Goutam Pal) জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওএমআর শিট (OMR Sheet Case) সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে সম্প্রতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
আরও পড়ুন: ১২-১৪ ফুটের পাঁচিল ঘেরা বালুর বেনামে বাড়ি! আসতেন মহিলারা, ২০১১ সাল থেকে কী চলত সেখানে?
প্রাথমিক নিয়োগ দু্র্নীতি সংক্রান্ত মামলায় গৌতম এবং পার্থকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশও দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্তমান পর্ষদ সভাপতি।
গত ৩০ অক্টোবর এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, তদন্তে সঠিকভাবে সহযোগিতা করলে গ্রেফতারের আশঙ্কাই নেই। তবে এদিনের শুনানিতে পর্ষদ সভাপতিকে আপাতত গ্রেফতার করা যাবেনা বলে জানিয়েছে আদালত।
এদিন গৌতম পালের আইনজীবী আদালতে জানান, তার মক্কেল এই দুর্নীতির বিষয়ে কিছুই জানেন না। ওএমআর শিট বিকৃত হয়েছিল অনেক আগে ২০১৭ সালে। আর গত বছর ২৪ অগস্ট গৌতম পাল পর্ষদের দায়িত্ব নিয়েছেন। এরপরই তাকে এখনই তাকে গ্রেফতার করা যাবেনা বলে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…