সুপ্রিম নির্দেশে মিলল স্বস্তি! রাজ্যের শিক্ষকদের বদলি নিয়ে এবার বড়সড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষকদের বদলি মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি পেলেন রাজ্যের হাইস্কুল শিক্ষকরা। রাজ্য শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ। সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানিতে আজ জানিয়েছে, যেসব শিক্ষকরা পার্শ্ববর্তী এলাকায় বদলি হয়েছেন তারা চালিয়ে যেতে পারবেন শিক্ষকতা। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন রায় শোনার পর স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

কলকাতা হাইকোর্ট এর আগে রায় দেয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক কারণে যে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বৈধ। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরোধিতা করে সংগ্রামী যৌথ মঞ্চ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। আগামী ১৫ ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। তার আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ও মামলাকারী সংগঠন দুই পক্ষকেই।

আরোও পড়ুন : বড় খবর! চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, এবার কী বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্যও?

যৌথ মঞ্চের আইনজীবী বাঁশুরি স্বরাজ ও পাটোয়ালিরা সুপ্রিম কোর্টে জানান, ১০ সি ধারার Retrosepctive Effect-এ বদলির সিদ্ধান্ত বিপাকে ফেলেছে রাজ্যের শিক্ষকদের। ইচ্ছামত সরকার শিক্ষকদের বদলি করছে। এমনকি শিক্ষকদের বদলি করা হচ্ছে ২০০-৩০০ কিলোমিটার দূরে। উচ্চ আদালতের বিচারপতিরা সব শুনে জানান, কেন ২০০ কিলোমিটার দূরে বদলি করা হল কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের?

আরোও পড়ুন : প্রয়োজন নেই অভিজ্ঞতার, এবার মাধ্যমিক পাশেই মিলবে রেলে চাকরির সুযোগ! দেখুন, বিস্তারিত

এর ফলে বিশেষ করে অসুবিধায় পড়বেন মহিলা শিক্ষিকারা। সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের রায়কে তাদের নৈতিক জয় হিসেবেই বিবেচিত করছে। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত দক্ষতার সাথে লড়াই করেছেন যৌথ মঞ্চের আইনজীবীরা। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ জারি করা হয়েছে ১০ সি ধারার Retrosepctive এর উপর। ২০১৭ সালে যোগদানকারী শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা যাবে না দূরে।

teacher 1

মামলাকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকার শিক্ষকদের খুশি মতো বদলি করছিল ১০ সি ধারার Retrosepctive Effect-এর অপপ্রয়োগ করে। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিলেও আমরা সুপ্রিম কোর্টে যাই। সুপ্রিম কোর্ট রাজ্যের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর