অবস্থান জানাতে হবে! সোজা কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারকে (Central Government) নোটিশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির আগে কেন্দ্রকে নিজের অবস্থান জানাতে হবে, নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। সম্প্রতি বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের না জানিয়েই সমাজমাধ্যম থেকে মুছে দেওয়া হচ্ছে তাঁদের পোস্ট, বন্ধ করে দেওয়া হচ্ছে বহু অ্যাকাউন্ট। এই সংক্রান্ত মামলাতেই এবার কেন্দ্রকে নোটিশ দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে (Supreme Court) যা হল…

ব্যবহারকারীদের না জানিয়েই পোস্ট মুছে দেওয়া, অ্যাকাউন্ট (Social Media) বন্ধ করে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সফটওয়্যার ফ্রিডম ল সেন্টার। বিচারপতি গাভাই ও বিচারপতি মাসিহর বেঞ্চে এই মামলাটি উঠেছিল। মামলাকারীর হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি বলেন, কাউকে না জানিয়ে এভাবে তাঁর পোস্ট সরিয়ে দেওয়া আদতে সাধারণ বিচারপ্রক্রিয়ার নিয়মভঙ্গ।

ইন্দিরা (Indira Jaising) বলেন, আইন অনুসারে, কোনও পোস্ট কিংবা ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হলে আগে তাঁকে কিংবা সংশ্লিষ্ট সমাজমাধ্যম সংস্থাকে নোটিশ দিতে হবে। মামলাকারীর আইনজীবীর দাবি, কেন্দ্রের তরফ থেকে এই ‘কিংবা’র সুযোগ নেওয়া হয়। ব্যবহারকারীদের নোটিশ না দিয়ে, শুধুমাত্র সংশ্লিষ্ট সমাজমাধ্যম সংস্থাকে নোটিশ দেওয়া হয়। এরপর সেই সংস্থা কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সেই পোস্ট মুছে দেয়।

আরও পড়ুনঃ ‘সম্পূর্ণ ভুয়ো…’! ব্রাত্যর গাড়ি ‘চাপা’ পড়েনি যাদবপুরের ছাত্র! ভিডিও শেয়ার করে বিস্ফোরক দেবাংশু

এই প্রক্রিয়া নিয়ে আপত্তি তুললেও, সমাজমাধ্যম থেকে বিতর্কিত পোস্ট মুছে দেওয়া নিয়ে কোনও প্রকার আপত্তি জানাননি আইনজীবী ইন্দিরা। এই বিষয়ে শীর্ষ আদালতের (Supreme Court) একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে ঘটা এক ঘটনার কথা তুলে ধরেন তিনি। ইন্দিরা বলেন, কয়েক বছর আগে হঠাৎ ওই আইনজীবীর সমাজমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তাঁকে কোনও কারণ জানানো হয়নি। তাঁর যে পোস্টের বিরুদ্ধে অভিযোগ, সেই বিষয়ে কোনও বক্তব্যও জানতে চাওয়া হয়নি। এই সম্বন্ধিত তথ্য সামনেই আনা হয়নি।

Supreme Court

সওয়াল জবাব শেষ সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, সমাজমাধ্যমের কোনও পোস্টের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপত্তি থাকলে সেই পোস্টদাতাকে যদি চিহ্নিত করা যায়, তাহলে তার কাছে নোটিশ দিয়ে বিষয়টি জানানো প্রয়োজন। এরপর সংশ্লিষ্ট পোস্ট অথবা সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর