ভোটের আগেই SIR কেন? বাংলায় শুরু করার আগে শীর্ষ আদালতের কাছে সময় চাইল রাজ্য

Published on:

Published on:

Supreme Court Hearing Sparks Row Over SIR Process in Bengal and Bihar

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও SIR নিয়ে বাড়ছে রাজনৈতিক ও আইনি উত্তাপ। নির্বাচন কমিশনের নির্দেশে SIR শুরু হলেও, রাজ্য সরকার এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে (Supreme Court) পৌঁছেছে, যেখানে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রক্রিয়া নিয়ে চলছে তর্ক-বিতর্ক।

অনুমতি ছাড়াই কি SIR হতে পারে?

গত ৮ আগস্ট নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি পাঠিয়ে জানানো হয় যে, পশ্চিমবঙ্গেও SIR শুরু হবে। তবে রাজ্যের অনুমতি ছাড়াই এই প্রক্রিয়া শুরু হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী গোপাল শংকর নারায়ণ। তাঁর বক্তব্য, “কমিশন কীভাবে রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া এই পদক্ষেপ নিতে পারে?” এই নিয়ে আরও কিছুটা সময় প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বিহারের SIR শুনানিতে উপস্থিত ছিলেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী। শুনানির শুরুতেই সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলে বলেন, “আধার কার্ডকে প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না। প্রায় সব বাড়িতেই জল, বিদ্যুৎ বা গ্যাস সংযোগ থাকলেও, সেগুলিকেও মান্যতা দেওয়া হয়নি। পরিবর্তে পাসপোর্টের কথা বলা হয়েছে, অথচ ভারতে দুই শতাংশেরও কম মানুষের কাছে পাসপোর্ট আছে। কমিশনের চাওয়া বাকি নথিগুলির অনেকগুলোই সাধারণ মানুষের নাগালের বাইরে। কারও যদি নিজস্ব জমি না থাকে, তবে তালিকার ৫, ৬ ও ৭ নম্বর নথি স্বাভাবিকভাবেই বাদ পড়বে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিহারে শেষ পর্যন্ত কতজনকে যোগ্য বলে ধরা হবে, বিশেষত যখন সেখানে ‘রেসিডেন্স সার্টিফিকেট’ নামে কোনও ব্যবস্থা নেই?”

বিচারপতি সূর্যকান্ত বলেন, “কমিশন যদি ১১টি নথির সব দাবি করত, তাহলে তা ভোটার বিরোধী হত। কিন্তু এখানে বলা হয়েছে ১১টির মধ্যে একটি দিলেই চলবে।” তবে সিংভির প্রশ্ন, কেন ভোটের আগে বেছে বেছে SIR, আর সারাবছর ধরে নয় কেন?

রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court) বাংলায় SIR প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেন। তবে কমিশনের দাবি, এটি প্রথমবারের মতো করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে সব ভোটারের নাম বাদ দেওয়া হয়নি।

Supreme Court Hearing Sparks Row Over SIR Process in Bengal and Bihar

আরও পড়ুনঃ আলুর দামেও কারসাজি! মমতার সরকারের বিরুদ্ধে কৃষকদের পাশে দাঁড়িয়ে এবার আন্দোলনে নামলেন শুভেন্দু

উল্লেখ্য, বিহার ও বাংলায় SIR নিয়ে এই টানাপোড়েন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ই ঠিক করবে, এই প্রক্রিয়া চলবে কি না এবং এটাই দেখার যে রাজ্য সরকারের অনুমতি ছাড়াই কমিশন তা চালু করতে পারবে কি না।