হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ! OBC মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় জয় রাজ্যের

Published on:

Published on:

supreme court on obc

বাংলা হান্ট ডেস্ক: ওবিসি (OBC) ইস্যুতে কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। ওবিসির নতুন তালিকা নিয়ে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য। এই সেই সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্টের ওবিসি রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

কী বলল সুপ্রিম কোর্ট? Supreme Court

এদিন সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ। আগামী সোমবার ফের এই মামলার শুনানি। এর মধ্যে হাইকোর্টকে নতুন বেঞ্চ তৈরি করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ সর্বোচ্চ আদালতের। সোমবার প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে এই নির্দেশ দেয়।

সোমবার মামলার শুরুতেই উচ্চ আদালতে ভূমিকায় বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রশ্ন, কীভাবে একটা প্রশাসনিক সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হল? এরপরই হাই কোর্টের রায়কে ‘ত্রুটিপূর্ণ’ বলে তাতে স্থগিতাদেশ ঘোষণা করা হয়। যার ফলে স্বস্তি ফিরল রাজ্যের।

প্রসঙ্গত, গত বছর মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ে এক ধাক্কায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

obc case

আরও পড়ুন: অগস্ট মাসে এত্ত ছুটি! পরপর বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি, ঝটপট দেখুন তালিকা

রাজ্যকে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হলে সেই মোতাবেক নতুন তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু নিয়ম মেনে সব কাজ হয়নি অভিযোগ তুলে ফের হাই কোর্টে মামলা হয়। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট। সেই নিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে গেলে রাজ্যের জয় হল।