জিতে গেল রাজ্য সরকার! হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে বড় ধাক্কা কেন্দ্রের

Published on:

Published on:

supreme court(16)

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরও এতদিন রাজ্যে স্থগিত ছিল ১০০ দিনের কাজ (মনরেগা)। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র সরকার। এবার শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। সোমবার এই মামলায় হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র | Supreme Court

এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, মনরেগার ১০০ দিনের কাজ দ্রুত শুরু করতে হবে। একইসাথে অবিলম্বে বকেয়া অর্থ মেটানোরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন কেন্দ্রের উদ্দেশে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, “আপনারা কি নিজেরা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব?” তার পরেই মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত।

প্রসঙ্গত, রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। এই মামলায় গত ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। তবে সেই নির্দেশের পরও কেন্দ্র নিজ অবস্থানেই অনড় ছিল।

এরই মধ্যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। তবে সেখানেও বহাল রইল অস্বস্তি। উল্লেখ্য, রাজ্যের দাবি, ২০২২ সালের মার্চ থেকে ৪,৫৬৩ কোটি টাকা পাওনা রয়েছে। এদিন হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: শুভেন্দুর গড়ে বড় ধাক্কা তৃণমূলের! খেজুরিতে সংখ্যালঘু নেতা শেখ আবেদ আলির বিজেপিতে যোগ, সঙ্গে আরও ৬০ পরিবার

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ ছিল, এই প্রকল্প চালু হওয়ার পরে যাতে কোনও অনিয়ম যাতে না হয় সে দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক যোগে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রকল্প অনির্দিষ্টকালের জন্য কিছুতেই বন্ধ করে রাখা যাবে না।

 Supreme Court

এই ১০০ দিনের কাজ নিয়ে রাজ্যের দাবি ছিল, বাংলার একশো দিনের কাজের টাকা বলপূর্বক আটকে রেখেছে কেন্দ্র সরকার। আবার কেন্দ্রের পাল্টা অভিযোগ ছিল হিসেবে গরমিলের জেরে মেলেনি টাকা। কেন্দ্রের দাবি, অ্যাকশন টোকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য। পাল্টা রাজ্যের দাবি ছিল ঠিক কি ধরণের অনিয়মের অভিযোগ রয়েছে তা জানানো হয়নি তাদের। প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের জেরে বিগত প্রায় তিন বছর ধরে কাজ বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। এবার সুপ্রিম নির্দেশে সেই জট খুলতে বাধ্য।