২৬০০০ ইস্যু: ‘আগে আপনারা হাই কোর্টে যান’, ‘যোগ্য’দের আবেদনও খারিজ করল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

SSC Recruitment(1)

বাংলা হান্ট ডেস্কঃ নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা সম্পন্ন হতেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। এদিন শিক্ষাকর্মীদের নিয়োগের প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ। সোমবার তাদের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

যোগ্য’দের আবেদনও খারিজ সুপ্রিম কোর্টে | SSC Recruitment

শিক্ষক নিয়োগের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রেও যাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়, সেই সংক্রান্ত আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ। মামলাকারীদের বক্তব্য ছিল, সময়সীমা বেঁধে না দেওয়া হলে নিয়োগ নিয়ে কোনও নিশ্চয়তা পাচ্ছেন না তাঁরা।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে বিচারপতিদের পর্যবেক্ষণ, আগেই মূল মামলায় রায় ঘোষণা হয়ে গিয়েছে। তার পরেও কেন বার বার আবেদন করা হচ্ছে?

বিরক্ত হয়ে সুপ্রিম কোর্ট বলে, “কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেলই বাতিল করে দিয়েছি। বার বার আর একই বিষয় নিয়ে কেন আদালতে মামলা হচ্ছে?” মামলাকারীদের কথায়, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিতে দেরি করেছে। পাশাপাশি নিয়োগ অনিশ্চয়ত বলে উল্লেখ করা হয়।

এই অবস্থায় তাদের আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন মামলাকারীরা। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। মামলাকারীদের উদ্দেশে দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, “নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলে নতুন কোনও বিষয়ে মামলা করা যেতে পারে। সেই স্বাধীনতা দিচ্ছি। তবে আদালত এই মামলা শুনবে না। আগে আপনারা হাই কোর্টে যান।” অতিরিক্ত আবেদনের শুনানি হবে না বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Supreme Court

আরও পড়ুন: দীপাবলির আগেই DA মামলার রায়দান? সুপ্রিম কোর্ট তরফে কি আপডেট মিলছে, আশায় সরকারি কর্মীরা

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। দাগি নন, এমন শিক্ষকদের চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীরা একেবারেই পথে বসেছেন। সম্প্রতি তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।